চার কার্যদিবসের ব্যবধানে অর্ধেকে নামল লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ সেপ্টেম্বর প্রায় ১৩ মাস পর ১৪০০ কোটি টাকা লেনদেনের ঘর স্পর্শ করে। তবে মাত্র ৪ কার্যদিবসের ব্যবধানে সেই লেনদেন অর্ধেকে নেমে এসেছে। লেনদেনের এমন দ্রুত পতনে হতাশ বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫২৪ পয়েন্টে। যা বুধবার ৬৫ পয়েন্ট, মঙ্গলবার ৮৯ পয়েন্ট ও সোমবার ৯ পয়েন্ট ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ সেপ্টেম্বর প্রায় ১৩ মাস পর ১৪০০ কোটি টাকা লেনদেনের ঘর স্পর্শ করে। তবে মাত্র ৪ কার্যদিবসের ব্যবধানে সেই লেনদেন অর্ধেকে নেমে এসেছে। লেনদেনের এমন দ্রুত পতনে হতাশ বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫২৪ পয়েন্টে। যা বুধবার ৬৫ পয়েন্ট, মঙ্গলবার ৮৯ পয়েন্ট ও সোমবার ৯ পয়েন্ট কমেছিল।
এদিন ডিএসইতে ৭৭৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ গত ৭ সেপ্টেম্বর হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা। এ হিসেবে ৪ কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ৬৬৩ কোটি ৫৭ লাখ টাকা বা ৪৬ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮২ টি বা ৭০.৩২ শতাংশের। আর দর কমেছে ৫৪ টি বা ১৩.৪৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৫ টি বা ১৬.২১ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০১ টির, কমেছে ৭৬ টির এবং পরিবর্তন হয়নি ১৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৯৩ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৫৫ পয়েন্ট কমেছিল।