বিনোদন ডেস্ক : কিছু দিন আগেই তাঁর ফুলে ঢোল হওয়া ঠোঁটের ছবি দেখে আঁতকে উঠেছিলেন অনুরাগীরা। তবে নিন্দুকেরও অভাব নেই। নানাভাবে কটাক্ষ করা হয়েছিল নেটপ্রভাবী তথা অভিনেত্রীকে। অবশেষে সব কটাক্ষের জবাব দিলেন উর্ফী।

ঠোঁট ফুলে তো বিরাট আকার হয়েই ছিল, বদলে গিয়েছিল মুখের আকৃতিও। কী ভাবে ঠোঁটের এই হাল হল, তার রহস্য নিজেই সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন। কুর্নিশ জানিয়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে নিন্দকেরা খোঁচা দিয়ে বলেছিলেন, ভিমরুল কামড়েছে ঠোঁটে। কেউ আবার নানা ...

বিনোদন ডেস্ক : কিছু দিন আগেই তাঁর ফুলে ঢোল হওয়া ঠোঁটের ছবি দেখে আঁতকে উঠেছিলেন অনুরাগীরা। তবে নিন্দুকেরও অভাব নেই। নানাভাবে কটাক্ষ করা হয়েছিল নেটপ্রভাবী তথা অভিনেত্রীকে। অবশেষে সব কটাক্ষের জবাব দিলেন উর্ফী।

ঠোঁট ফুলে তো বিরাট আকার হয়েই ছিল, বদলে গিয়েছিল মুখের আকৃতিও। কী ভাবে ঠোঁটের এই হাল হল, তার রহস্য নিজেই সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন। কুর্নিশ জানিয়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে নিন্দকেরা খোঁচা দিয়ে বলেছিলেন, ভিমরুল কামড়েছে ঠোঁটে। কেউ আবার নানা ধরনের ব্যঙ্গচিত্র বানিয়ে খোঁচা দিয়েছিলেন। অনেকে আবার দাবি করেছিলেন, ঈশ্বর নাকি উর্ফীকে শাস্তি দিচ্ছেন। এই কটাক্ষের জবাবে কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন উর্ফী।

বিরাটাকার ঠোঁট থেকে আবার স্বাভাবিক মুখ, সেই যন্ত্রণাদায়ক সফরের বেশ কিছু ছবি ভাগ করেছেন নেটপ্রভাবী। সেই সঙ্গে উর্ফী লেখেন, “এই ছিল আমার সেরে ওঠার যাত্রা। অনেকে আমাকে অনেক কিছু বলেছে। আমাকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়েছে। কেউ বলেছে, আমাকে উপরওয়ালা জবাব দিয়েছেন। আমার কুকর্মের ফল ভুগছি নাকি আমি। এই সব শুনে আমি খুব হেসেছি। ওই ব্যঙ্গচিত্রগুলো দেখেও আমার ভীষণ হাসি পেয়েছে।”

উর্ফী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি ঠোঁটে ফিলার্স ব্যবহার করেছেন। বোটক্সের ব্যবহার নিয়েও কথা বলেছিলেন তিনি। বিষয়টি নিয়ে কোনও রাখঢাক না করেই কথা বলেছিলেন উর্ফী। এর পরে ঠোঁটের ফিলার্স সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন নেটপ্রভাবী। নিজের ঠোঁটের আকার ফিরে পেতে চাইছিলেন তিনি। তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন ফিলার্স সরিয়ে ফেলতে। ফিলার্স সরিয়ে ফেলার পদ্ধতিতেই নাকি এমন অঘটনের শিকার হয়েছিলেন উর্ফী। তাই অভিনেত্রী বলেছিলেন, “পরে আবার ফিলার্স ব্যবহার করব, কিন্তু আর সূঁচ ফুটিয়ে নয়। ফিলার্স সরিয়ে ফেলার এই পদ্ধতি খুবই যন্ত্রণাদায়ক। তবে সব সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই পদ্ধতি অবলম্বন করা উচিত।” বৃহস্পতিবারের পোস্টে উর্ফী জানান, অস্ত্রোপচার না করেই ঠোঁট ভরাট করার পদ্ধতি তিনি খুঁজে পেয়েছেন। সেই পদ্ধতি নাকি তিনি শীঘ্রই ভাগ করে নেবেন।