অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ সেপ্টেম্বর প্রায় ১৩ মাস পর ১৪০০ কোটি টাকা লেনদেনের ঘর স্পর্শ করে। তবে মাত্র ৫ কার্যদিবসের ব্যবধানে সেই লেনদেন অর্ধেকে নেমে এসেছে। লেনদেনের এমন দ্রুত পতনে হতাশ বিনিয়োগকারীরা। এরমধ্যে সপ্তাহের প্রথম কার্যদিবস (১৪ সেপ্টেম্বর) মূল্যসূচকের বড় পতন হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৬৮ পয়েন্টে। যা ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ সেপ্টেম্বর প্রায় ১৩ মাস পর ১৪০০ কোটি টাকা লেনদেনের ঘর স্পর্শ করে। তবে মাত্র ৫ কার্যদিবসের ব্যবধানে সেই লেনদেন অর্ধেকে নেমে এসেছে। লেনদেনের এমন দ্রুত পতনে হতাশ বিনিয়োগকারীরা। এরমধ্যে সপ্তাহের প্রথম কার্যদিবস (১৪ সেপ্টেম্বর) মূল্যসূচকের বড় পতন হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৬৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৫১ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৭৭৮ কোটি ৩৩ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৪৫ কোটি ৭৭ লাখ টাকা বা ৬ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৭ টি বা ১৬.৮৩ শতাংশের। আর দর কমেছে ২৭৫ টি বা ৬৮.১০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬ টি বা ১৪.০৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১২ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১ টির, কমেছে ১২৭ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৫৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট বেড়েছিল।