লেনদেন আরও তলানিতে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ সেপ্টেম্বর প্রায় ১৩ মাস পর ১৪০০ কোটি টাকা লেনদেনের ঘর স্পর্শ করে। এরপর থেকে টানা লেনদেন কমছে। এতে করে মাত্র ৬ কার্যদিবসের ব্যবধানে সেই লেনদেন অর্ধেকের নীচে নেমে এসেছে। লেনদেনের এমন দ্রুত পতনে হতাশ বিনিয়োগকারীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৭৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫৫ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ সেপ্টেম্বর প্রায় ১৩ মাস পর ১৪০০ কোটি টাকা লেনদেনের ঘর স্পর্শ করে। এরপর থেকে টানা লেনদেন কমছে। এতে করে মাত্র ৬ কার্যদিবসের ব্যবধানে সেই লেনদেন অর্ধেকের নীচে নেমে এসেছে। লেনদেনের এমন দ্রুত পতনে হতাশ বিনিয়োগকারীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৭৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫৫ পয়েন্ট।
এদিন ডিএসইতে ৭০৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ গত ৭ সেপ্টেম্বর হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা। এ হিসেবে ৬ কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ৭৩৫ কোটি ৫৭ লাখ টাকা বা ৫১ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৭ টি বা ২৯.১০ শতাংশের। আর দর কমেছে ১৯৯ টি বা ৪৯.৫০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৬ টি বা ২১.৩৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০ টির, কমেছে ১১৬ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৬৭ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১২ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৬৩ পয়েন্ট কমেছিল।