অবশেষে লেনদেনে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ সেপ্টেম্বর প্রায় ১৩ মাস পর ১৪০০ কোটি টাকা লেনদেনের ঘর স্পর্শ করে। এরপর থেকে টানা লেনদেন কমে। তবে ৮ কার্যদিবস পর বুধবার (১৭ সেপ্টেম্বর) সেই পতন থেকে বেরিয়ে এসেছে লেনদেন।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৯২ পয়েন্টে। যা মঙ্গলবার ৩৫ পয়েন্ট ও সোমবার ৬ পয়েন্ট বেড়েছিল।
বুধবার ডিএসইতে ৭৩৭ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ সেপ্টেম্বর প্রায় ১৩ মাস পর ১৪০০ কোটি টাকা লেনদেনের ঘর স্পর্শ করে। এরপর থেকে টানা লেনদেন কমে। তবে ৮ কার্যদিবস পর বুধবার (১৭ সেপ্টেম্বর) সেই পতন থেকে বেরিয়ে এসেছে লেনদেন।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৯২ পয়েন্টে। যা মঙ্গলবার ৩৫ পয়েন্ট ও সোমবার ৬ পয়েন্ট বেড়েছিল।
বুধবার ডিএসইতে ৭৩৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৬৭৪ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ আগেরদিনের তুলনায় আজকে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ৪৪ লাখ টাকা। এর মাধ্যমে গত ৭ সেপ্টেম্বরের পরে আজ লেনদেন বাড়ল।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৩ টি বা ৩১.০৬ শতাংশের। আর দর কমেছে ১৮৯ টি বা ৪৭.৭৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৪ টি বা ২১.২১ শতাংশের।
অপরদিকে সিএসইতে বুধবার ২২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮ টির, কমেছে ৯৪ টির এবং পরিবর্তন হয়নি ৩৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৪০৪ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়েছিল।