অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালি লাইফ ইন্স্যুরেন্স থেকে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সে ফিক্সড ডিপোজিট (এফডিআর) করা হয়ছে। যা আদায় নিয়ে উচ্চ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। এছাড়া এই কোম্পানিটি থেকে অর্ধ যুগের বেশি আগে হসপিটাল নির্মাণের আগে অগ্রিম কয়েক কোটি টাকা দিয়ে রাখলেও তার কোন উন্নতি নাই।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, রূপালি লাইফ থেকে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সে ২ কোটি ২১ লাখ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালি লাইফ ইন্স্যুরেন্স থেকে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সে ফিক্সড ডিপোজিট (এফডিআর) করা হয়ছে। যা আদায় নিয়ে উচ্চ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। এছাড়া এই কোম্পানিটি থেকে অর্ধ যুগের বেশি আগে হসপিটাল নির্মাণের আগে অগ্রিম কয়েক কোটি টাকা দিয়ে রাখলেও তার কোন উন্নতি নাই।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, রূপালি লাইফ থেকে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সে ২ কোটি ২১ লাখ টাকা বিনিয়োগ বা এফডিআর করা হয়েছে। যা অনেক আগেই ম্যাচুরড বা মেয়াদী হয়ে গেছে। যা আদায়ে ২০১৯ সালের ২৮ অক্টোবর বীমা কোম্পানিটি থেকে লিজিং কোম্পানিটির কাছে লিখিতভাবে চিঠি দেওয়া হয়। তবে কোন প্রতিউত্তর করেনি লিজিং কোম্পানি কর্তৃপক্ষ। এরপরে ২০২৪ সালের ১৩ নভেম্বর চিঠি দিয়েও কোন প্রতিউত্তর পায়নি রূপালি লাইফ।

প্রিমিয়ার লিজিং কর্তৃপক্ষ রূপালি লাইফের মতো অন্যদেরও মেয়াদ পূর্ণ করা এফডিআর এর অর্থ দিচ্ছে না। অর্থাৎ লিজিং কোম্পানিটির অবস্থা অবস্থা খুবই শোচণীয়। ফলে এফডিআর আদায় নিয়ে উচ্চ ঝুঁকিতে রয়েছে রূপালি লাইফ। তারপরেও সম্ভাব্য লোকসানের বিপরীতে সঞ্চিতি গঠন করেনি রূপালি লাইফ কর্তৃপক্ষ।

এই বীমা কোম্পানিটি থেকে রূপালি লাইফ হসপিটাল কোম্পানি গঠনের জন্য ২০১৮ সালে অগ্রিম ৩ কোটি ৭৩ লাখ টাকা দিয়ে রেখেছে। অথচ ওই হসপিটালের জন্য এখনো কোম্পানি গঠন করা হয়নি। এছাড়া রাজুক হসপিটাল নির্মাণে জমির অনুমোদন দেয়নি।

আরও পড়ুন.....

রূপালি লাইফের হিসাবে ৬৯ কোটি টাকার গরমিল হিসাব

এদিকে বীমা কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে কোম্পানির কাছে (ব্যাংক ছাড়া) নগদ ১৬ কোটি ৪৫ লাখ টাকা ছিল বলে জানিয়েছে। তবে এরমধ্যে ৩১ লাখ টাকা দীর্ঘদিন ধরে দেখিয়ে আসছে। যার কোন সমন্বয় হয়নি।

রূপালি লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ আয়কর গণনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রূপালি লাইফ ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০ কোটি ১ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৭.৯৩ শতাংশ। কোম্পানিটির বুধবার (১৭ সেপ্টেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ১১২.০০ টাকায়।