বে-মেয়াদি রুপান্তর হতে চায় ২ ফান্ড : ভোটের তারিখ ঘোষনা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত ‘এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড’ ও ‘ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান’ মেয়াদী (Close-end) থেকে বে-মেয়াদী (open-end) ফান্ডে রূপান্তর হতে চায়। এজন্য ইউনিটহোল্ডারদের ভোটের জন্য সভার আহ্বান করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ড দুটির বর্তমান মেয়াদ শেষ হবে আগামি ২৩ ডিসেম্বর। তার আগেই ফান্ড দুটিকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রুপান্তরের জন্য সভা ও রেকর্ড ডেট এর তারিখ ঘোষণা করা হয়েছে।
ভ্যানগার্ড ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত ‘এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড’ ও ‘ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান’ মেয়াদী (Close-end) থেকে বে-মেয়াদী (open-end) ফান্ডে রূপান্তর হতে চায়। এজন্য ইউনিটহোল্ডারদের ভোটের জন্য সভার আহ্বান করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ড দুটির বর্তমান মেয়াদ শেষ হবে আগামি ২৩ ডিসেম্বর। তার আগেই ফান্ড দুটিকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রুপান্তরের জন্য সভা ও রেকর্ড ডেট এর তারিখ ঘোষণা করা হয়েছে।
ভ্যানগার্ড এএমএল বিডির ইউনিটহোল্ডারদের ভোটের জন্য আগামি ২৯ অক্টোবর সকাল ১১ টায় হোটেল পূর্বানিতে সভা অনুষ্ঠিত হবে। আর এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের ইউনিটহোল্ডারদের ভোটের জন্য আগামি ৩০ অক্টোবর সকাল ১১ টায় মহাখালিতে রাওয়া কনভেনশন হলে সভা অনুষ্ঠিত হবে।
এজন্য ফান্ড দুটির আগামি ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে। ওইদিন যাদের কাছে ফান্ড দুটির ইউনিট থাকবে, তারা সভায় গিয়ে বে-মেয়াদিতে রুপান্তরের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারবে।