ডিএসইতে ৭৬ শতাংশ কোম্পানির দর পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ৭৬ শতাংশের বেশি কোম্পানির দর পতন হয়েছে। এদিন মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে শেয়ারবাজারটিতে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৫০ পয়েন্টে। যা আগেরদিন ১৭ পয়েন্ট কমেছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৭৩৭ কোটি ৫৮ লাখ টাকা। অর্থাৎ আগেরদিনের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ৭৬ শতাংশের বেশি কোম্পানির দর পতন হয়েছে। এদিন মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে শেয়ারবাজারটিতে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৫০ পয়েন্টে। যা আগেরদিন ১৭ পয়েন্ট কমেছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৭৩৭ কোটি ৫৮ লাখ টাকা। অর্থাৎ আগেরদিনের তুলনায় আজকে লেনদেন কমেছে ৮২ কোটি ৮৬ লাখ টাকা বা ১১ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৪ টি বা ১১.০৮ শতাংশের। আর দর কমেছে ৩০৩ টি বা ৭৬.৩২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫০ টি বা ১২.৫৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৮ টির, কমেছে ১২৭ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৩৩৮ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমেছিল।