আইডিআরএর সাবেক চেয়ারম্যানের শেয়ার কারসাজি : তদন্তে বিএসইসি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের কর্মকাণ্ডকে ঘিরে শেয়ার কারসাজি, অনিয়ম, দুর্নীতি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘন করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন বিমা কোম্পানির অভ্যন্তরীণ তথ্যের অপব্যবহার (ইনসাইডার ট্রেডিং) ও আইনের অপব্যবহার করে সুবিধা আদায়সহ বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগ পাওয়া গেছে।
এ কারণে আইডিআরএর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের অনৈতিক কর্মকাণ্ড অনুসন্ধান করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের কর্মকাণ্ডকে ঘিরে শেয়ার কারসাজি, অনিয়ম, দুর্নীতি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘন করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন বিমা কোম্পানির অভ্যন্তরীণ তথ্যের অপব্যবহার (ইনসাইডার ট্রেডিং) ও আইনের অপব্যবহার করে সুবিধা আদায়সহ বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগ পাওয়া গেছে।
এ কারণে আইডিআরএর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের অনৈতিক কর্মকাণ্ড অনুসন্ধান করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এরই ধারাবাহিকতায় কিছু শর্ত পরিপালন সাপেক্ষে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে ৬০ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে এ সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা রাইজিংবিডি ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপ-পরিচালক মওদুদ মোমেন, সহকারী পরিচালক মো. মেহেদী হাসান রনি এবং নাভিদ হাসান খান।
যেসব বিষয় খতিয়ে দেখবে তদন্ত কমিটি :
গঠিত তদন্ত কমিটি ইস্যুকারী কোম্পানি যেমন-ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে সম্পর্কিত নীতিগত অভ্যন্তরীণ তথ্য আইন লঙ্ঘন অপব্যবহার করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।
এছাড়া ট্রাস্টি-নিয়ন্ত্রিত প্রভিডেন্ট ফান্ড বা অন্য কোনো প্রাতিষ্ঠানিক তহবিলকে ব্যবহার করে এ ধরনের তথ্যের ভিত্তিতে লেনদেন হয়েছে কি না, তাও খতিয়ে দেখবে গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে এর সঙ্গে সম্পৃক্ত অন্য যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় তদন্তের আওতায় আনা হবে।