অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক টানা ৪ কার্যদিবস ধরে পতনে রয়েছে। এরমধ্যে শেষ ৩ কার্যদিবসে প্রতিদিন ৭৬ শতাংশের বেশি কোম্পানির দর পতন হয়েছে। এমন পতনে লেনদেন কমে তলানিতে নেমে এসেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৩৭ পয়েন্টে। যা এর আগের ৩ কার্যদিবসের টানা পতনের মধ্যে রবিবার ৬৮ পয়েন্ট, বৃহস্পতিবার ৪২ পয়েন্ট ও ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক টানা ৪ কার্যদিবস ধরে পতনে রয়েছে। এরমধ্যে শেষ ৩ কার্যদিবসে প্রতিদিন ৭৬ শতাংশের বেশি কোম্পানির দর পতন হয়েছে। এমন পতনে লেনদেন কমে তলানিতে নেমে এসেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৩৭ পয়েন্টে। যা এর আগের ৩ কার্যদিবসের টানা পতনের মধ্যে রবিবার ৬৮ পয়েন্ট, বৃহস্পতিবার ৪২ পয়েন্ট ও বুধবার ১৭ পয়েন্ট কমেছিল।

এদিন ডিএসইতে ৫৪৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৬২১ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ আগেরদিনের তুলনায় আজকে লেনদেন কমেছে ৭৬ কোটি ৭০ লাখ টাকা বা ১২ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৪ টি বা ১১.০৮ শতাংশের। আর দর কমেছে ৩০৩ টি বা ৭৬.৩২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫০ টি বা ১২.৫৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ২০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৩ টির, কমেছে ১৫১ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০৭৮ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৩৯ পয়েন্ট কমেছিল।