পাঁচশ' কোটির নিচে নামল ডিএসইর লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক টানা ৪ কার্যদিবস পতনের পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামান্য বেড়েছে। তবে লেনদেন কমে ৫০০ কোটির নিচে নেমে এসেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৫৭ পয়েন্টে। যা এর আগের ৪ কার্যদিবসের টানা পতনের মধ্যে সোমবার ৪৫ পয়েন্ট, রবিবার ৬৮ পয়েন্ট, বৃহস্পতিবার ৪২ পয়েন্ট ও বুধবার ১৭ পয়েন্ট কমেছিল।
মঙ্গলবার ডিএসইতে ৪৬৭ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক টানা ৪ কার্যদিবস পতনের পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামান্য বেড়েছে। তবে লেনদেন কমে ৫০০ কোটির নিচে নেমে এসেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৫৭ পয়েন্টে। যা এর আগের ৪ কার্যদিবসের টানা পতনের মধ্যে সোমবার ৪৫ পয়েন্ট, রবিবার ৬৮ পয়েন্ট, বৃহস্পতিবার ৪২ পয়েন্ট ও বুধবার ১৭ পয়েন্ট কমেছিল।
মঙ্গলবার ডিএসইতে ৪৬৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ গত ৮ সেপ্টেম্বর হয়েছিল ১৪০০ কোটি টাকার ঘরে। সেখান থেকে ধারাবাহিক পতনে রয়েছে লেনদেন।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩৩ টি বা ৫৮.৯৯ শতাংশের। আর দর কমেছে ১০১ টি বা ২৫.৫৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬১ টি বা ১৫.৪৪ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০ টির, কমেছে ৯৯ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০২৫ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১২১ পয়েন্ট কমেছিল।