অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৪ সেপ্টেম্বর) মূল্যসূচকের ভালো উত্থান হয়েছে। এছাড়া আগেরদিনের তুলনায় লেনদেনেও বড় উন্নতি হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৯৩ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১০ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৫৭৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪৬৭ কোটি ৬০ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৪ সেপ্টেম্বর) মূল্যসূচকের ভালো উত্থান হয়েছে। এছাড়া আগেরদিনের তুলনায় লেনদেনেও বড় উন্নতি হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৯৩ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১০ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৫৭৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪৬৭ কোটি ৬০ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ১০৮ কোটি ৪১ লাখ টাকার বা ২৩ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮৯ টি বা ৭২.৮০ শতাংশের। আর দর কমেছে ৬০ টি বা ১৫.১১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮ টি বা ১২.০৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৬ টির, কমেছে ৮১ টির এবং পরিবর্তন হয়নি ১১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০২৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট কমেছিল।