অর্থ বাণিজ্য প্রতিবেদক :   গত সপ্তাহে (২১-২৫ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ১ হাজার ১৮ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ১৭ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ২৪ লাখ ২৪ হাজার ৪৬৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ১ হাজার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২১-২৫ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ১ হাজার ১৮ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ১৭ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ২৪ লাখ ২৪ হাজার ৪৬৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ১ হাজার ১৮ কোটি টাকা বা ০.১৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৮৬ কোটি ৪৯ লাখ টাকার বা ১৭ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫পয়েন্ট বা ০.৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪১৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৭১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৯ টির বা ৩৫.১৮ শতাংশের, কমেছে ২১৯ টির বা ৫৫.৪৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির বা ৯.৩৬ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮০ কোটি ৩ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪৯ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫০৮৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৬ টির দর বেড়েছে, ২১৫ টির দর কমেছে এবং ২৪ টির দর অপরিবর্তিত রয়েছে।