শেয়ারবাজারে টানা ৩ দিন পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দুই দিনের ন্যায় বুধবারও (০৮ অক্টোবর) মূল্যসূচকের পতন হয়েছে। তবে আগের দুই দিন লেনদেন বাড়লেও আজ বড় পতন হয়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৩৮ পয়েন্টে। যা মঙ্গলবার ৪৭ পয়েন্ট ও সোমবার ২৪ পয়েন্ট কমেছিল।
এর আগের ৩ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে ৫ অক্টোবর ৩২ পয়েন্ট, ৩০ সেপ্টেম্বর ২৬ পয়েন্ট ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দুই দিনের ন্যায় বুধবারও (০৮ অক্টোবর) মূল্যসূচকের পতন হয়েছে। তবে আগের দুই দিন লেনদেন বাড়লেও আজ বড় পতন হয়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৩৮ পয়েন্টে। যা মঙ্গলবার ৪৭ পয়েন্ট ও সোমবার ২৪ পয়েন্ট কমেছিল।
এর আগের ৩ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে ৫ অক্টোবর ৩২ পয়েন্ট, ৩০ সেপ্টেম্বর ২৬ পয়েন্ট ও ২৯ সেপ্টেম্বর ১০ পয়েন্ট বেড়েছিল।
বুধবার ডিএসইতে ৬১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ১৭৫ কোটি ৬১ লাখ টাকার বা ২২ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৫ টি বা ২৬.৩২ শতাংশের। আর দর কমেছে ২২১ টি বা ৫৫.৩৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৩ টি বা ১৮.৩০ শতাংশের।
অপরদিকে সিএসইতে বুধবার ৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১০০ টির এবং পরিবর্তন হয়নি ৩৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০৪৬ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১০৭ পয়েন্ট কমেছিল।