শেয়ারবাজারে টানা ৪ দিন পতন, হতাশ বিনিয়োগকারীরা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের ৩ দিনের ন্যায় বৃহস্পতিবারও (০৯ অক্টোবর) মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেন। এদিন ৭৪ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৮৪ পয়েন্টে। যা বুধবার ৩৯ পয়েন্ট, মঙ্গলবার ৪৭ পয়েন্ট ও সোমবার ২৪ পয়েন্ট কমেছিল।
এর আগের ৩ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে ৫ অক্টোবর ৩২ পয়েন্ট, ৩০ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের ৩ দিনের ন্যায় বৃহস্পতিবারও (০৯ অক্টোবর) মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেন। এদিন ৭৪ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৮৪ পয়েন্টে। যা বুধবার ৩৯ পয়েন্ট, মঙ্গলবার ৪৭ পয়েন্ট ও সোমবার ২৪ পয়েন্ট কমেছিল।
এর আগের ৩ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে ৫ অক্টোবর ৩২ পয়েন্ট, ৩০ সেপ্টেম্বর ২৬ পয়েন্ট ও ২৯ সেপ্টেম্বর ১০ পয়েন্ট বেড়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৫৩০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৬১১ কোটি ৮৭ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ৮১ কোটি ৬৯ লাখ টাকার বা ১৩ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭২ টি বা ১৮.১৪ শতাংশের। আর দর কমেছে ২৯২ টি বা ৭৩.৫৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৩ টি বা ৮.৩১ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ২২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৭ টির, কমেছে ১৩৭ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৯৪৮ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমেছিল।