মুনাফার ৯৭ শতাংশ শেয়ারহোল্ডারদের দেবে লাভেলো

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লাভেলো আইসক্রীমের পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৩ শতাংশ কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর শেয়ারহোল্ডারদের দেওয়া হবে প্রায় ৯৭ শতাংশ। যেখানে অধিকাংশ দেশীয় কোম্পানি সর্বনিম্ন বেঁধে দেওয়া ৩০% বা এর কাছাকাছি দেয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লাভেলো আইসক্রীমের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ১.৬৫ টাকা হিসেবে ১৫ কোটি ৪৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১১% নগদ লভ্যাংশ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লাভেলো আইসক্রীমের পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৩ শতাংশ কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর শেয়ারহোল্ডারদের দেওয়া হবে প্রায় ৯৭ শতাংশ। যেখানে অধিকাংশ দেশীয় কোম্পানি সর্বনিম্ন বেঁধে দেওয়া ৩০% বা এর কাছাকাছি দেয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লাভেলো আইসক্রীমের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ১.৬৫ টাকা হিসেবে ১৫ কোটি ৪৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১১% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.১০ টাকা করে মোট ১০ কোটি ২৯ লাখ টাকা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। আর ৫% হিসেবে শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি ০.৫০ টাকার করে মোট ৪ কোটি ৬৭ লাখ টাকার বোনাস লভ্যাংশ দেওয়া হবে। এক্ষেত্রে মোট ১৪ কোটি ৯৬ লাখ টাকার বা মুনাফার ৯৬.৯৫% শেয়ারহোল্ডারদের দেবে।
কোম্পানিটিতে মুনাফার বাকি ৪৭ লাখ টাকা বা ৩.০৫ শতাংশ সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রেখে দেওয়া হবে।
লাভেলো আইসক্রীমের ২০২৪-২৫ অর্থবছরের জন্য ঘোষনা করা ৫% লভ্যাংশ বিতরনে কোম্পানিটির ৪ কোটি ৬৭ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়বে।
এ কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ১৫% মুনাফা বেড়েছে। কোম্পানিটির আগের অর্থবছরের ১.৪৩ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৪-২৫ অর্থবছরে হয়েছে ১.৬৫ টাকা। তবে কোম্পানিটির আগের বছরের ২০% লভ্যাংশ কমে ২০২৪-২৫ অর্থবছরে ১৬ শতাংশে নেমে এসেছে। আগের বছরে অবশ্য কোম্পানিটির পর্ষদ মুনাফার থেকে বেশি লভ্যাংশ ঘোষণা করেছিল।
উল্লেখ্য, ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া লাভেলো আইসক্রীমের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৩ কোটি ৫০ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর শনিবার (১১ অক্টোবর) দাঁড়িয়েছে ৯৭.৩০ টাকায়।