টানা ৫ কার্যদিবসের পতনে ২৪৫ পয়েন্ট নাই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের ৪ কার্যদিবসের ন্যায় রবিবারও (১২ অক্টোবর) মূল্যসূচকের পতন হয়েছে। এদিনের বড় পতনে ৫ কার্যদিবসে ডিএসইএক্স সূচক কমেছে ২৪৫ পয়েন্ট।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২০২ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৫৪ পয়েন্ট, বুধবার ৩৯ পয়েন্ট, মঙ্গলবার ৪৭ পয়েন্ট ও সোমবার ২৪ পয়েন্ট কমেছিল। এ হিসেবে শেষ ৫ কার্যদিবসে সূচক কমেছে ২৪৫ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের ৪ কার্যদিবসের ন্যায় রবিবারও (১২ অক্টোবর) মূল্যসূচকের পতন হয়েছে। এদিনের বড় পতনে ৫ কার্যদিবসে ডিএসইএক্স সূচক কমেছে ২৪৫ পয়েন্ট।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২০২ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৫৪ পয়েন্ট, বুধবার ৩৯ পয়েন্ট, মঙ্গলবার ৪৭ পয়েন্ট ও সোমবার ২৪ পয়েন্ট কমেছিল। এ হিসেবে শেষ ৫ কার্যদিবসে সূচক কমেছে ২৪৫ পয়েন্ট কমেছে।
পাঁচ ব্যাংকের একীভূতকরন ও ৯ লিজিং কোম্পানির অবসায়নের খবরে শেয়ারবাজারে এই পতন চলছে। কারন ওইসব প্রতিষ্ঠানে সাধারন বিনিয়োগকারীদের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ থাকলেও অবসায়নের ফলে তারা কোন কিছু পাবে না। ওইসব প্রতিষ্ঠান এরইমধ্যে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারীর জন্য সম্পদ ঋণাত্মকে নেমে গেছে।
রবিবার ডিএসইতে ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৫৩০ কোটি ১৮ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ১২ কোটি ৩৭ লাখ টাকার বা ২ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৭ টি বা ১১.৮৭ শতাংশের। আর দর কমেছে ৩১১ টি বা ৭৮.৫৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৮ টি বা ৯.৬০ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ১০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩১ টির, কমেছে ১৪৬ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭৪৮ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯৯ পয়েন্ট কমেছিল।