অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-০১ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেনি।

ফান্ডটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, বিএসইসির নির্দেশনা অনুযায়ি মিউচ্যুয়াল ফান্ডের পোর্টফোলিও’র ১% তালিকাভুক্ত ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা বাধ্যতামূলক। এ জন্য সময়সীমা দেওয়া হয়েছিল ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত। যা পরবর্তীতে বাড়িয়ে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হয়। তারপরেও বিএসইসির এই ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-০১ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেনি।

ফান্ডটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, বিএসইসির নির্দেশনা অনুযায়ি মিউচ্যুয়াল ফান্ডের পোর্টফোলিও’র ১% তালিকাভুক্ত ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা বাধ্যতামূলক। এ জন্য সময়সীমা দেওয়া হয়েছিল ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত। যা পরবর্তীতে বাড়িয়ে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হয়। তারপরেও বিএসইসির এই নির্দেশনা পরিপালন করেনি আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-০১ এর অ্যাসেট ম্যানেজার।

এই ফান্ডটির অ্যাসেট ম্যানেজার হিসেবে রয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-০১ এর পরিশোধিত মূলধনের পরিমাণ ১০০ কোটি টাকা। এরমধ্যে ৯৯ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) হাতে। ফান্ডটির সোমবার (১৩ অক্টোবর) ইউনিট দর দাঁড়িয়েছে ৪.২০ টাকায়।