অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৪ অক্টোবর) লেনদেনের শুরু থেকে মূল্যসূচক ডিএসইএক্স ইতিবাচক ছিল। তবে শেষ বেলায় দুপুর দেড়টার পরে ঋণাত্মক হয়ে যায়। যেখান থেকে আর বেরোতে পারেনি। অথচ একসময় সূচকটি প্রায় অর্ধ শতাধিক ইতিবাচক ছিল।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৯৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২৫ পয়েন্ট।

এর আগের টানা ৫ কার্যদিবসের পতনের মধ্যে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৪ অক্টোবর) লেনদেনের শুরু থেকে মূল্যসূচক ডিএসইএক্স ইতিবাচক ছিল। তবে শেষ বেলায় দুপুর দেড়টার পরে ঋণাত্মক হয়ে যায়। যেখান থেকে আর বেরোতে পারেনি। অথচ একসময় সূচকটি প্রায় অর্ধ শতাধিক ইতিবাচক ছিল।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৯৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২৫ পয়েন্ট।

এর আগের টানা ৫ কার্যদিবসের পতনের মধ্যে রবিবার ৮১ পয়েন্ট, বৃহস্পতিবার ৫৪ পয়েন্ট, বুধবার ৩৯ পয়েন্ট, মঙ্গলবার ৪৭ পয়েন্ট ও সোমবার ২৪ পয়েন্ট কমেছিল। এ হিসেবে ৫ কার্যদিবসে সূচক কমেছিল ২৪৫ পয়েন্ট।

৫ ব্যাংকের একীভূতকরন ও ৯ লিজিং কোম্পানির অবসায়নের খবরে শেয়ারবাজারে পতন চলছে। কারন ওইসব প্রতিষ্ঠানে সাধারন বিনিয়োগকারীদের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ থাকলেও অবসায়নের ফলে তারা কোন কিছু পাবে না। ওইসব প্রতিষ্ঠান এরইমধ্যে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারীর জন্য সম্পদ ঋণাত্মকে নেমে গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৬০৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৫৩০ কোটি টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ৭৬ কোটি ৪৩ লাখ টাকার বা ১৪ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৫ টি বা ২৬.৫২ শতাংশের। আর দর কমেছে ২৩৩ টি বা ৫৮.৮৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ১৪.৬৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪ টির, কমেছে ১০৮ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৬৭৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমেছিল।