অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনার ব্যত্যয় পেয়েছে নিরীক্ষক। যা কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটি সরকার থেকে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে ১৬৬ কোটি টাকার শেয়ার মানি ডিপোজিট সংগ্রহ করে। এছাড়া ২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থবছরে ১৫২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৭৯০ টাকার শেয়ার মানি ডিপোজিট সংগ্রহ করে। বিভিন্ন টেলিকমিউনিকেশনস প্রকল্প এবং ৩য় সাবমেরিন কেবল প্রকল্প ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনার ব্যত্যয় পেয়েছে নিরীক্ষক। যা কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটি সরকার থেকে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে ১৬৬ কোটি টাকার শেয়ার মানি ডিপোজিট সংগ্রহ করে। এছাড়া ২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থবছরে ১৫২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৭৯০ টাকার শেয়ার মানি ডিপোজিট সংগ্রহ করে। বিভিন্ন টেলিকমিউনিকেশনস প্রকল্প এবং ৩য় সাবমেরিন কেবল প্রকল্প বাস্তবায়নে এই অর্থ সংগ্রহ করে।

সরকারের থেকে নেওয়া ওই শেয়ার মানি ডিপোজিটের মধ্যে অর্থ ১৬৫ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৭৫ টাকা সাধারন শেয়ারে রুপান্তর করার হয়েছে। বাকি ১৫২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৮১৫ টাকার শেয়ার মানি ডিপোজিট রুপান্তর করা হয়নি।

অথচ ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনা অনুযায়ি ওই ফান্ড প্রাপ্তির ৬ মাসের মধ্যে সাধারন শেয়ারে রুপান্তর করার বাধ্যবাধকতা রয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বাংলাদেশ সাবমেরিন কেবলের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৮৭ কোটি ৪ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ২৩.০৬ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (১৪ অক্টোবর) শেয়ার দর দাঁড়িয়েছে ১৩৫.১০ টাকায়।