অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বুধবার (১৫ অক্টোবর) মূল্যসূচকের বড় পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৮৩ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১১৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩০ পয়েন্ট।

৫ ব্যাংকের একীভূতকরন ও ৯ লিজিং কোম্পানির অবসায়নের খবরে শেয়ারবাজারে পতন চলছে। কারন ওইসব প্রতিষ্ঠানে সাধারন বিনিয়োগকারীদের কয়েক হাজার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বুধবার (১৫ অক্টোবর) মূল্যসূচকের বড় পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৮৩ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১১৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩০ পয়েন্ট।

৫ ব্যাংকের একীভূতকরন ও ৯ লিজিং কোম্পানির অবসায়নের খবরে শেয়ারবাজারে পতন চলছে। কারন ওইসব প্রতিষ্ঠানে সাধারন বিনিয়োগকারীদের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ থাকলেও অবসায়নের ফলে তারা কোন কিছু পাবে না। ওইসব প্রতিষ্ঠান এরইমধ্যে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারীর জন্য সম্পদ ঋণাত্মকে নেমে গেছে।

বুধবার ডিএসইতে ৪৮৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৬০৬ কোটি ৪৩ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ১১৮ কোটি ৮০ লাখ টাকার বা ১৪ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৩ টি বা ৮.৩৩ শতাংশের। আর দর কমেছে ৩২৮ টি বা ৮২.৮৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৫ টি বা ৮.৮৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩০ টির, কমেছে ১৩৮ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫০৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট কমেছিল।