অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলের পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৩৩০ কোটি টাকা বা ৬৮ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর শেয়ারহোল্ডারদের দেবে ১৮৮ কোটি টাকা বা ৩২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসআরএম স্টিলের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ১৩.৭৭ টাকা হিসেবে ৫১৭ কোটি ৬৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৫০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ৫.০০ টাকা করে মোট ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলের পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৩৩০ কোটি টাকা বা ৬৮ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর শেয়ারহোল্ডারদের দেবে ১৮৮ কোটি টাকা বা ৩২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসআরএম স্টিলের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ১৩.৭৭ টাকা হিসেবে ৫১৭ কোটি ৬৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৫০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ৫.০০ টাকা করে মোট ১৮৭ কোটি ৯৮ লাখ টাকা বা মুনাফার ৩৬.৩১% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৩২৯ কোটি ৭১ লাখ টাকা বা ৬৩.৬৯ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হবে।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় কোম্পানিটির শেয়ারপ্রতি ১০.১০ টাকা হিসেবে ৩৭৯ কোটি ৬৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এরমধ্যে থেকে ৩২% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ৩.২০ টাকা করে মোট ১২০ কোটি ৩০ লাখ টাকা বা মুনাফার ৩১.৬৮% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করে। বাকি ২৫৯ কোটি ৩৬ লাখ টাকা বা ৬৮.৩২ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হয়।

এ কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ৩৬% মুনাফা বেড়েছে। কোম্পানিটির আগের অর্থবছরের ১০.১০ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৪-২৫ অর্থবছরে হয়েছে ১৩.৭৭ টাকা। যার উপর ভিত্তি করে আগের বছরের ৩২ শতাংশ লভ্যাংশ ২০২৪-২৫ অর্থবছরে বাড়িয়ে ৫০ শতাংশ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিএসআরএম স্টিলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৭৫ কোটি ৯৫ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ১৯ অক্টোবর দাঁড়িয়েছে ৭০.০০ টাকায়।