অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে কিছুদিন ধরে চলছে পতন। এতে করে হতাশা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ‍্যে। এরমধ্যে সোমবার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছিল। তবে সেটা আর দীর্ঘায়িত হয়নি। পরেরদিনই বা মঙ্গলবার পতনে ফিরে গেছে ডিএসই।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০৮৯ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৬৭ পয়েন্ট।

শেয়ারবাজারে কিছুদিন ধরে ৫ ব্যাংকের একীভূতকরন ও ৯ লিজিং ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে কিছুদিন ধরে চলছে পতন। এতে করে হতাশা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ‍্যে। এরমধ্যে সোমবার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছিল। তবে সেটা আর দীর্ঘায়িত হয়নি। পরেরদিনই বা মঙ্গলবার পতনে ফিরে গেছে ডিএসই।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০৮৯ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৬৭ পয়েন্ট।

শেয়ারবাজারে কিছুদিন ধরে ৫ ব্যাংকের একীভূতকরন ও ৯ লিজিং কোম্পানির অবসায়নের খবরে পতন চলছে। কারন ওইসব প্রতিষ্ঠানে সাধারন বিনিয়োগকারীদের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ থাকলেও অবসায়নের ফলে তারা কোন কিছু পাবে না। ওইসব প্রতিষ্ঠান এরইমধ্যে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারীর জন্য সম্পদ ঋণাত্মকে নেমে গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৭৮ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৩৯৪ কোটি ৬৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৮৩ কোটি ৩৬ লাখ টাকার বা ২১ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮০ টি বা ২০.৩৬ শতাংশের। আর দর কমেছে ২৪১ টি বা ৬১.৩২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭২ টি বা ১৮.৩২ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭ টির, কমেছে ৯৪ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৩১৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়েছিল।