শেয়ারবাজারে পতন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে কিছুদিন ধরে চলছে পতন। এতে করে হতাশা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এরমধ্যে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বস্তির উত্থান হলেও রবিবার (২৬ অক্টোবর) পতনে ফিরে গেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১২৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৫৫ পয়েন্ট।
শেয়ারবাজারে কিছুদিন ধরে ৫ ব্যাংকের একীভূতকরন ও ৯ লিজিং কোম্পানির অবসায়নের খবরে পতন চলছে। কারন ওইসব প্রতিষ্ঠানে সাধারন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে কিছুদিন ধরে চলছে পতন। এতে করে হতাশা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এরমধ্যে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বস্তির উত্থান হলেও রবিবার (২৬ অক্টোবর) পতনে ফিরে গেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১২৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৫৫ পয়েন্ট।
শেয়ারবাজারে কিছুদিন ধরে ৫ ব্যাংকের একীভূতকরন ও ৯ লিজিং কোম্পানির অবসায়নের খবরে পতন চলছে। কারন ওইসব প্রতিষ্ঠানে সাধারন বিনিয়োগকারীদের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ থাকলেও অবসায়নের ফলে তারা কোন কিছু পাবে না। ওইসব প্রতিষ্ঠান এরইমধ্যে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারীর জন্য সম্পদ ঋণাত্মকে নেমে গেছে।
রবিবার ডিএসইতে ৪৬১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৪৬৮ কোটি ৬১ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৭ কোটি ৫ লাখ টাকার বা ২ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪২ টি বা ৩৫.৫৯ শতাংশের। আর দর কমেছে ১৯৮ টি বা ৪৯.৬২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৯ টি বা ১৪.৭৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫ টির, কমেছে ৯২ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৮৯ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট বেড়েছিল।
