অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যাসিফিক ডেনিমসের কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

গত ২২ অক্টোবর ডিএসইর একটি পরদির্শক দল সরেজমিনে পরিদর্শনে এই বন্ধ পায়।

উল্লেখ্য, ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্যাসিফিক ডেনিমসের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৮৩ কোটি ৫৫ লাখ টাকা। এরমধ্যে ৬৯.৮৮ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির রবিবার (২৬ অক্টোবর) শেয়ার দর দাঁড়িয়েছে ৫.০০ টাকায়।

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যাসিফিক ডেনিমসের কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গ্যাস সংকটে কোম্পানিটির কারখানা সাময়িক বন্ধ রয়েছে।

গত ২২ অক্টোবর ডিএসইর একটি পরদির্শক দল সরেজমিনে পরিদর্শনে এই বন্ধ পায়।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সরকারের কাছে গ্যাসের বিষয়ে আবেদন করেছেন। যা সংযোগ পেলে উৎপাদন কার্যক্রম চালু হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্যাসিফিক ডেনিমসের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৮৩ কোটি ৫৫ লাখ টাকা। এরমধ্যে ৬৯.৮৮ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির রবিবার (২৬ অক্টোবর) শেয়ার দর দাঁড়িয়েছে ৫.০০ টাকায়।