অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৩ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় মঙ্গলবার (২৮ অক্টোবর) লভ্যাংশ সভা করেছে। এরমধ্যে ১৯টির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর ১৪টির পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৯ অক্টোবর) ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিগুলোর লভ্যাংশের তথ্য তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন….

মঙ্গলবারের ৪০ কোম্পানির লভ্যাংশের তথ্য

নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশ ও শেয়ারপ্রতি মুনাফার (ইপিএস) তথ্য তুলে ধরা হল- 

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৩ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় মঙ্গলবার (২৮ অক্টোবর) লভ্যাংশ সভা করেছে। এরমধ্যে ১৯টির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর ১৪টির পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৯ অক্টোবর) ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিগুলোর লভ্যাংশের তথ্য তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন….

মঙ্গলবারের ৪০ কোম্পানির লভ্যাংশের তথ্য

সোমবার ২২ কোম্পানির লভ্যাংশ ঘোষনা

রবিবার ৯ কোম্পানির লভ্যাংশ ঘোষনা

নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশ ও শেয়ারপ্রতি মুনাফার (ইপিএস) তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নাম

লভ্যাংশের হার

ইপিএস

**বাটা সু

১৪৩% নগদ

৯.৩২

এসিআই ফরমূলেশনস

২৫% নগদ

৭.৮৫

এসিআই

২৫% নগদ

(৭.৪০)

*নাভানা ফার্মা

১৪% নগদ

৪.৫০

*ফাইন ফুডস

১৪% নগদ

৪.১৮

প্যারামাউন্ট টেক্সটাইল

১২% নগদ

৬.৪৮

*এমকে ফুটওয়্যার

১২% নগদ

১.৮৩

কেঅ্যান্ডকিউ

৪% নগদ ও ৬% বোনাস

৯.৪৯

*জিকিউ বলপেন

১০% নগদ

(১.৮৩)

সায়হাম কটন

৭% নগদ

০.৯৯

সায়হাম টেক্সটাইল

৬% নগদ

০.৫৯

শাশা ডেনিমস

৫% নগদ

১.৫৭

*দেশ গার্মেন্টস

৩% নগদ

০.৭৩

কপারটেক

২.১৫% নগদ

০.৭১

বারাকা পতেঙ্গা

২% নগদ

১.৩৭

*শেফার্ড ইন্ডাস্ট্রিজ

১% নগদ

০.০৪

*লীগাছি ফুটওয়্যার

০.৫০% নগদ

০.০৫

*ডমিনেজ

০.৩৫% নগদ

০.০৫

*ভিএফএস থ্রেড

০.২৫% নগদ

০.০৯

বারাকা পাওয়ার

০০

০.৩৬

জিবিবি পাওয়ার

০০

০.১১

ফার কেমিক্যাল

০০

০.০৯

সিলভা ফার্মা

০০

(০.৯৭)

স্টাইলক্রাফট

০০

(১.০৮)

বিডি থাই ফুড

০০

(১.৬৪)

মিরাকল ইন্ডাস্ট্রিজ

০০

(২.৩০)

মেঘনা পেট

০০

(২.৭৫)

উসমানিয়া গ্লাস

০০

(৫.৩৪)

সাফকো স্পিনিং

০০

(৭.৫২)

মেঘনা কনডেন্সড

০০

(১০.০৫)

বসুন্ধরা পেপার

০০

(১৮.৯৮)

জুট স্পিনার্স

০০

(৩৬.৩২)

মেঘনা সিমেন্ট

০০

(৩৬.৫৮)

** অন্তর্বর্তীকালীন লভ্যাংশ।

*শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য।

() শেয়ারপ্রতি লোকসানের তথ্য।