একনজরে দেখে নিন ৩১ কোম্পানির ইপিএস
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১ কোম্পানির পরিচালনা পর্ষদ ৯ মাসের (জানুয়ারি –সেপ্টেম্বর ২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিগুলোর ইপিএসের তথ্য তুলে ধরা হয়েছে।
পিএসআই প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ১৩ কোম্পানির মুনাফা বেড়েছে, ১৪ কোম্পানির মুনাফা কমেছে, ১টি কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে, ২টি কোম্পানির লোকসানে বেড়েছে ও ১টি কোম্পানির লোকসান কমেছে।
নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১ কোম্পানির পরিচালনা পর্ষদ ৯ মাসের (জানুয়ারি –সেপ্টেম্বর ২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিগুলোর ইপিএসের তথ্য তুলে ধরা হয়েছে।
পিএসআই প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ১৩ কোম্পানির মুনাফা বেড়েছে, ১৪ কোম্পানির মুনাফা কমেছে, ১টি কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে, ২টি কোম্পানির লোকসানে বেড়েছে ও ১টি কোম্পানির লোকসান কমেছে।
নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-
|
কোম্পানির নাম |
৯ মাসের ইপিএস (জানু:-সেপ্টে: ২৫) |
৯ মাসের ইপিএস (জানু:-সেপ্টে: ২৪) |
হ্রাস/বৃদ্ধির হার |
|
বিডি ফাইন্যান্স |
০.৫৭ |
(০.৯৫) |
১৬০% |
|
আইডিএলসি |
৪.০৪ |
২.৮৭ |
৪১% |
|
ফনিক্স ইন্স্যুরেন্স |
১.৬১ |
১.২২ |
৩২% |
|
প্রাইম ব্যাংক |
৫.৪২ |
৪.২৭ |
২৭% |
|
ইস্টার্ন ব্যাংক |
৩.৬৬ |
২.৯০ |
২৬% |
|
সাউথইস্ট ব্যাংক |
১.৪৬ |
১.১৭ |
২৫% |
|
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স |
২.৪৪ |
২.০৯ |
১৭% |
|
রিল্যায়েন্স ইন্স্যুরেন্স |
৭.৯৬ |
৬.৯৩ |
১৫% |
|
ক্রিস্টাল ইন্স্যুরেন্স |
২.৬৫ |
২.৪৪ |
৯% |
|
ইউনাইটেড ফাইন্যান্স |
০.২৩ |
০.২২ |
৫% |
|
মেঘনা ইন্স্যুরেন্স |
০.৯৮ |
০.৯৩ |
৫% |
|
পূবালি ব্যাংক |
৭.০০ |
৬.৭৪ |
৪% |
|
ইসলামী ইন্স্যুরেন্স |
১.৯৫ |
১.৯৪ |
১% |
|
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক |
১.৮৮ |
১.৮৮ |
০০ |
|
গ্রীন ডেল্টা |
৩.৬৩ |
৩.৭১ |
(২%) |
|
পূরবী জেনারেল |
১.২৩ |
১.৩১ |
(৬%) |
|
রূপালি ইন্স্যুরেন্স |
০.৯৫ |
১.০৮ |
(১২%) |
|
সিকদার ইন্স্যুরেন্স |
০.৬৩ |
০.৭৭ |
(১৮%) |
|
দেশ জেনারেল ইন্স্যুরেন্স |
০.৫৯ |
০.৭৮ |
(২৪%) |
|
প্রভাতী ইন্স্যুরেন্স |
০.৯৯ |
১.৪৬ |
(৩২%) |
|
ওয়ান ব্যাংক |
১.০৭ |
১.৬৫ |
(৩৫%) |
|
এনসিসি ব্যাংক |
১.৫৬ |
২.৪৮ |
(৩৭%) |
|
আল-আরাফাহ |
০.৩৪ |
০.৫৭ |
(৪০%) |
|
ইসলামী ব্যাংক |
০.৬২ |
১.৬৬ |
(৬৩%) |
|
এসবিএসি ব্যাংক |
০.১৫ |
০.৯৫ |
(৮৪%) |
|
এনআরবিসি |
০.১০ |
০.৮৭ |
(৮৯%) |
|
আইএফআইসি |
(৯.৪০) |
০.৩৬ |
(২৭১১%) |
|
এসআইবিএল |
(১৫.২৮) |
০.১৪ |
(১১০১৪%) |
|
জিএসপি ফাইন্যান্স |
(৫.২২) |
(৫.০০) |
(৪%) |
|
আরএকে সিরামিক |
(০.৪৩) |
(০.২৬) |
(৬৫%) |
|
প্রিমিয়ার লিজিং |
(৪.৬৭) |
(৬.২২) |
২৫% |
