দেখে নিন ৮ কোম্পানির লভ্যাংশ
 
			অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) লভ্যাংশ সভা করেছে। এরমধ্যে ৬টির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর ২টির পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিগুলোর প্রকাশিত মূল্য সংবদেনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য পাওয়া গেছে।
নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশ ও শেয়ারপ্রতি মুনাফার (ইপিএস) তথ্য তুলে ধরা হল-
| কোম্পানির নাম | লভ্যাংশের হার | ইপিএস | 
| মনোস্পুল বাংলাদেশ | ৫% নগদ ও ... | 
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) লভ্যাংশ সভা করেছে। এরমধ্যে ৬টির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর ২টির পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিগুলোর প্রকাশিত মূল্য সংবদেনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য পাওয়া গেছে।
নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশ ও শেয়ারপ্রতি মুনাফার (ইপিএস) তথ্য তুলে ধরা হল-
| কোম্পানির নাম | লভ্যাংশের হার | ইপিএস | 
| মনোস্পুল বাংলাদেশ | ৫% নগদ ও ১৫% বোনাস | ৩.৭৬ | 
| মাগুরা মাল্টিপ্লেক্স | ১১% নগদ | ৩.৬০ | 
| কনফিডেন্স সিমেন্ট | ১০% নগদ | ১১.২৩ | 
| এমবি ফার্মা | ১০% নগদ | ২.২১ | 
| আরডি ফুড | ১% নগদ | ০.৬১ | 
| একমি পেস্টিসাইডস | ০.০১% নগদ | (১.১৪) | 
| ড্যাফোডিল কম্পিউটার্স | ০০ | ০.১৬ | 
| ইনটেক | ০০ | (০.৪৫) | 
