ইমরানের চুমু কাণ্ডে স্কুলে হাসির খোরাক ছেলে
বিনোদন ডেস্ক : একটা সময় বলিউডে ইমরান হাশমিকে ‘সিরিয়াল কিসার’ নামেই চিনতেন সবাই। যদিও বেশ কয়েক বছর হল পর্দায় চুমুর দৃশ্যে আর অভিনয় করেন না তিনি। তবে তিনি ‘ভোলবদল’ করেছেন। এখন পর্দায় চুমু খাওয়াকে কীভাবে বিশ্বাসযোগ্য করে তুলতে হয় সেটাই শেখাচ্ছেন। সম্প্রতি ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এ এমনই এক প্রশিক্ষকের চরিত্রে দেখা যায় ইমরানকে। যার প্রভাব পড়েছে পুত্রের উপর।
ইমরানের ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এ অভিনয় দেখে প্রশংসা করেছেন অনেকে। যদিও তাঁর ছেলে ...
বিনোদন ডেস্ক : একটা সময় বলিউডে ইমরান হাশমিকে ‘সিরিয়াল কিসার’ নামেই চিনতেন সবাই। যদিও বেশ কয়েক বছর হল পর্দায় চুমুর দৃশ্যে আর অভিনয় করেন না তিনি। তবে তিনি ‘ভোলবদল’ করেছেন। এখন পর্দায় চুমু খাওয়াকে কীভাবে বিশ্বাসযোগ্য করে তুলতে হয় সেটাই শেখাচ্ছেন। সম্প্রতি ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এ এমনই এক প্রশিক্ষকের চরিত্রে দেখা যায় ইমরানকে। যার প্রভাব পড়েছে পুত্রের উপর।
ইমরানের ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এ অভিনয় দেখে প্রশংসা করেছেন অনেকে। যদিও তাঁর ছেলে নাকি বাবাকে নিয়ে বেশ বিব্রত। ছেলে নাকি তাঁকে বলেছে, ‘‘তুমি আমাকে স্কুলে মুখ দেখাতে দেবে না!’’
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান জানান, তাঁর ছেলে মোটেও খুশি নন। এখন যৌবনের দিকে পা বাড়াচ্ছে তাঁর ছেলে। বাবাকে এমন চরিত্রে দেখে স্কুলে নাকি হাসির খোরাক হতে হচ্ছে তাকে।
ইমরানের কথায়, ‘‘আমার ছেলে বলল, আমাদের স্কুলে এমন নানা ধরনের কীর্তি হয়। আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। তুমি দয়া করে এগুলো করা বন্ধ করবে! আমি স্কুলে গেলে বন্ধুরা হাসাহাসি করছে।’’
অতীতে এক সাক্ষৎকারে ইমরান জানিয়েছেন, আগে চিত্রনাট্যে জোর করে চুমুর দৃশ্য ঢোকানো হত। নির্মাতারা ভাবতেন, হয়তো দর্শক তাতে উত্তেজিত হবেন। কিন্তু, এখন সেই নিয়ম বদলে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও বদলেছেন অভিনেতা। প্রয়োজন নেই, অথচ জোর করে চুমুর দৃশ্য রয়েছে, এমন ছবি তিনি এড়িয়ে চলেন বলে জানিয়েছেন। বরং বাছাইয়ের সময় চরিত্র কেমন, গল্প কেমন তার উপর জোর দেন বলেই জানিয়েছেন ইমরান।
