অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে মুনাফা করা ৫ কোম্পানিও রয়েছে।

সম্প্রতি পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়া (২৬ অক্টোবর-০১ নভেম্বর পর্যন্ত) কোম্পানিগুলোর মধ্যে ৩০টির পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে নিয়মিত লভ্যাংশ দেয় না, এমন বিছু কোম্পানির পর্ষদ সভা এখনো বাকি রয়েছে। যাতে এই লভ্যাংশ না দেওয়া কোম্পানির সংখ্যা বাড়তে পারে। যদিও জুন ক্লোজিং কোম্পানিগুলোর জন্য ২০২৪-২৫ অর্থবছরের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে মুনাফা করা ৫ কোম্পানিও রয়েছে।

সম্প্রতি পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়া (২৬ অক্টোবর-০১ নভেম্বর পর্যন্ত) কোম্পানিগুলোর মধ্যে ৩০টির পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে নিয়মিত লভ্যাংশ দেয় না, এমন বিছু কোম্পানির পর্ষদ সভা এখনো বাকি রয়েছে। যাতে এই লভ্যাংশ না দেওয়া কোম্পানির সংখ্যা বাড়তে পারে। যদিও জুন ক্লোজিং কোম্পানিগুলোর জন্য ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় সভা অনুষ্ঠিত করার নির্ধারিত সময় গত ৩১ অক্টোবর শেষ হয়ে গেছে।

লভ্যাংশ ঘোষণা না করা ৩০টি কোম্পানির মধ্যে ৫টির মুনাফা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পাওয়ার, ড্যাফোডিল কম্পিউটার্স, শার্প ইন্ডাস্ট্রিজ, জিবিবি পাওয়ার ও ফার কেমিক্যাল।

বিনিয়োগকারীরা পর্ষদের ‘নো’ ডিভিডেন্ডকে মানতে পারছেন না। তাদের মতে, এর আগে নিয়মিত মুনাফার একাংশ দিয়ে রিজার্ভ বাড়ানো হয়েছে, তাহলে এখন বিনিয়োগকারীদের দূরাবস্থার সময় রিজার্ভ থেকে লভ্যাংশ দিতে পারবে না কেনো। এমনিতেই বিনিয়োগকারীদের অবস্থা ভালো না। এই দিকটাও কোম্পানিগুলোর পর্ষদের ভাবা দরকার ছিল।

দীর্ঘদিন ধরে লভ্যাংশ দেয় না এমন সব কোম্পানিও এ বছর কোন পরিবর্তন আসেনি। এবছরও বড় লোকসান করেছে শ্যামপুর সুগার মিলস, জিল বাংলা সুগার মিলস ও জুট স্পিনার্স। একইভাবে ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

নিম্নে কোম্পানিগুলোর নাম ও ইপিএস এর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নাম

লভ্যাংশ

ইপিএস

বারাকা পাওয়ার

০০

০.৩৬

ড্যাফোডিল কম্পিউটার্স

০০

০.১৬

শার্পইন্ডাস্ট্রিজ

০০

০.১১

জিবিবিপাওয়ার

০০

০.১১

ফারকেমিক্যাল

০০

০.০৯

ইনটেক

০০

(০.৩৮)

এপেক্স ওয়েভিং

০০

(০.৩৯)

জাহিন স্পিনিং

০০

(০.৫৫)

বাংলাদেশ বিল্ডিং সিস্টেম

০০

(০.৫৯)

অলিম্পিক এক্সেসরিজ

০০

(০.৭৫)

সোনারগাঁওটেক্সটাইল

০০

(০.৮০)

সিলভাফার্মা

০০

(০.৯৭)

স্টাইলক্রাফট

০০

(১.০৮)

বিডি থাই ফুড

০০

(১.৬৪)

মিরাকল ইন্ডাস্ট্রিজ

০০

(২.৩০)

মেঘনা পেট

০০

(২.৭৫)

দেশবন্ধু পলিমার

০০

(৩.৯৩)

বিবিএস কেবলস

০০

(৪.০৫)

উসমানিয়াগ্লাস

০০

(৫.৩৪)

সাফকোস্পিনিং

০০

(৭.৫২)

রেনউইক যজ্ঞেশ্বর

০০

(৭.৭৬)

বিডি সার্ভিসেস

০০

(৮.৯৪)

মেঘনা কনডেন্সড

০০

(১০.০৫)

আজিজ পাইপস

০০

(১০.১২)

আনোয়ার গ্যালভানাইজিং

০০

(১২.৩২)

বসুন্ধরা পেপার

০০

(১৮.৯৮)

জুট স্পিনার্স

০০

(৩৬.৩২)

মেঘনা সিমেন্ট

০০

(৩৬.৫৮)

শ্যামপুর সুগার

০০

(৫০.৭৭)

জিল বাংলা সুগার

০০

(৭৮.৮৭)