অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের ৪ কার্যদিবসের ন্যায় বৃহস্পতিবারও (০৬ নভেম্বর) মূল্যসূচকের পতন হয়েছে। এমন পতনে বিনিয়োগকারীদের মধ্যে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের উপর হতাশা বেড়েছে। যে কমিশন নিজেদেরকে শুধুমাত্র শাস্তি প্রদানের মধ্যে নিযুক্ত রেখে পুরো কমিশনকে ‘শাস্তি কমিশন’ হিসেবে পরিচিত করিয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৯৬৮ পয়েন্টে। যে সূচকটি গতকাল ৫ হাজারের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের ৪ কার্যদিবসের ন্যায় বৃহস্পতিবারও (০৬ নভেম্বর) মূল্যসূচকের পতন হয়েছে। এমন পতনে বিনিয়োগকারীদের মধ্যে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের উপর হতাশা বেড়েছে। যে কমিশন নিজেদেরকে শুধুমাত্র শাস্তি প্রদানের মধ্যে নিযুক্ত রেখে পুরো কমিশনকে ‘শাস্তি কমিশন’ হিসেবে পরিচিত করিয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৯৬৮ পয়েন্টে। যে সূচকটি গতকাল ৫ হাজারের নিচে নেমে এসেছে। এর আগে সর্বশেষ গত ৮ জুলাই ৫ হাজারের নিচে ছিল ডিএসইএক্স।

সর্বশেষ টানা ৫ কার্যদিবসের পতনের মধ্যে বৃহস্পতিবার ৩২ পয়েন্ট, বুধবার ৩২ পয়েন্ট, মঙ্গলবার ৪২ পয়েন্ট, সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৪১৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৬৫ কোটি ৭০ লাখ টাকার বা ১৪ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০২ টি বা ২৬.১৫ শতাংশের। আর দর কমেছে ২৫১ টি বা ৬৪.৩৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৭ টি বা ৯.৪৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৯ টির, কমেছে ৯৭ টির এবং পরিবর্তন হয়নি ১৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯৫৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১০৬ পয়েন্ট কমেছিল।