ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী কাফু
খেলাধূলা ডেস্ক : ব্রাজিল তো বটেই, বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন কাফু। ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল তার নেতৃত্বে। ২০০২ সালে জাপানে ব্রাজিলের হয়ে তিনিই শেষবারের মতো বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। সেই কাফু ১১ ডিসেম্বর সকালে বাংলাদেশে আসবেন।
৫-১১ ডিম্বের ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ' ফুটবল টুর্নামেন্ট হবে। এতে আর্জেন্টিনার একটি দল অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে আরেকটি বাছাইকৃত দল বাংলাদেশে আসবে। এই দুই ...
খেলাধূলা ডেস্ক : ব্রাজিল তো বটেই, বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন কাফু। ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল তার নেতৃত্বে। ২০০২ সালে জাপানে ব্রাজিলের হয়ে তিনিই শেষবারের মতো বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। সেই কাফু ১১ ডিসেম্বর সকালে বাংলাদেশে আসবেন।
৫-১১ ডিম্বের ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ' ফুটবল টুর্নামেন্ট হবে। এতে আর্জেন্টিনার একটি দল অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে আরেকটি বাছাইকৃত দল বাংলাদেশে আসবে। এই দুই দেশের দুই ক্লাবের দলের সঙ্গে বাংলাদেশের একটি বয়সভিত্তিক দল গড়বে বাফুফে। এই প্রতিযোগিতার সমাপণী দিনে কাফু পুরস্কার প্রদান করবেন।
বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান বড় তারকা আগমনের ঘোষণা দেয়। পরবর্তীতে সেটার বাস্তবায়ন তেমন দেখা যায় না। তাই আজ বিকেলে সংবাদ সম্মেলন জুড়ে প্রশ্ন ছিল- কাফু আসলেই আসছেন কিনা। এএফবির ম্যানেজিং ডাইরেক্টর এম.ডি আসাদুজ্জামান হারুন বলেন, ‘কাফুর বাংলাদেশের ভিসা হয়েছে, টিকিটও কনফার্ম। ১১ ডিসেম্বর সকালে ঢাকায় আসবেন। আমাদের সঙ্গে চুক্তিও হয়েছে। একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেটা আপনারা দেখেছেনও। আশা করছি তিনি আসবেন। ব্রাজিলের পাশাপাশি আমরা আর্জেন্টিনা থেকে ওর্তেগা, ক্যানিজিয়া এবং ভেরনকেও আনার চেষ্টা করছি।’
