বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই খাবারের প্রতি তার রুচি প্রায় নেই বললেই চলে। অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়ে পড়েছেন তিনি-নিজের মুখেই জানালেন সেই তিক্ত অভিজ্ঞতা।

ফাতিমার কথায়, তিনি ‘বুলিমিয়া’ নামের স্নায়বিক রোগে ভুগছেন। দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত থাকার কথাও জানান অভিনেত্রী। ‘দঙ্গল’ সিনেমার শুটিং চলাকালীন একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার পর জানতে পারেন, খাবারের সঙ্গে তার সম্পর্ক বারবার ‘টক্সিক’ হয়ে ওঠার ...

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই খাবারের প্রতি তার রুচি প্রায় নেই বললেই চলে। অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়ে পড়েছেন তিনি-নিজের মুখেই জানালেন সেই তিক্ত অভিজ্ঞতা।

ফাতিমার কথায়, তিনি ‘বুলিমিয়া’ নামের স্নায়বিক রোগে ভুগছেন। দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত থাকার কথাও জানান অভিনেত্রী। ‘দঙ্গল’ সিনেমার শুটিং চলাকালীন একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার পর জানতে পারেন, খাবারের সঙ্গে তার সম্পর্ক বারবার ‘টক্সিক’ হয়ে ওঠার কারণই এই রোগ। ফলে কখনো লাগামহীনভাবে খেয়ে ফেলেন, আবার হঠাৎই খাবারের প্রতি সম্পূর্ণ অনীহা দেখা দেয়। দিনে প্রায় ২৫০০ ক্যালোরির খাবার খেতে হয় তাকে।

অভিনেত্রীর ভাষায়, খাবারের সঙ্গে তার সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না। কখনো নিয়ন্ত্রণহীন খাওয়া, আবার কখনো অপরাধবোধ-সব মিলিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, একসময় বাড়ি থেকে বের হওয়াই বন্ধ করে দেন তিনি। ‘দঙ্গল’-এর সেটেই প্রথম তার আচরণের অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন সহ-অভিনেত্রী সান্যা মালহোত্রা, তিনিই বিষয়টি ফাতিমাকে জানান।

এতেই শেষ নয়-বিমানযাত্রার সময়ও মারাত্মক খিঁচুনিতে ভুগতে হয় তাকে। আগে থেকেই এর কথা জানালেও এবার নিজের শারীরিক জটিলতা আরও খোলাখুলি সামনে আনলেন ফাতিমা সানা শেখ।