বিনোদন ডেস্ক : হলিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় তারকা টম কুরুজ। প্রায় তিন দশক ধরে যিনি 'মিশন: ইম্পসিবল' ফ্র্যাঞ্চাইজিতে নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করেছেন, সেই 'লাস্ট গ্রেট মুভি স্টার'-এর ঝুলিতে অবশেষে যুক্ত হয়েছে তার প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)।

চারবার অস্কারের জন্য মনোনীত হয়েও প্রতিযোগিতামূলক ট্রফি অধরা ছিল টম ক্রুজের কাছে। সম্প্রতি অনুষ্ঠিত গভর্নর’স অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা ট্রফি গ্রহণ করেছেন ৬৩ বছর বয়সী এই তারকা।

এটিকে সম্মানসূচক ‘গোল্ডেন বাল্ডি’ (অস্কার ট্রফির ...

বিনোদন ডেস্ক : হলিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় তারকা টম কুরুজ। প্রায় তিন দশক ধরে যিনি 'মিশন: ইম্পসিবল' ফ্র্যাঞ্চাইজিতে নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করেছেন, সেই 'লাস্ট গ্রেট মুভি স্টার'-এর ঝুলিতে অবশেষে যুক্ত হয়েছে তার প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)।

চারবার অস্কারের জন্য মনোনীত হয়েও প্রতিযোগিতামূলক ট্রফি অধরা ছিল টম ক্রুজের কাছে। সম্প্রতি অনুষ্ঠিত গভর্নর’স অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা ট্রফি গ্রহণ করেছেন ৬৩ বছর বয়সী এই তারকা।

এটিকে সম্মানসূচক ‘গোল্ডেন বাল্ডি’ (অস্কার ট্রফির একটি অনানুষ্ঠানিক নাম) হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এই পুরস্কার টমের হাতে তুলে দেন অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু।

অভিনয়জীবনের এই বড় প্রাপ্তিতে টম ক্রুজকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। অভিনেতা এবং বন্ধু টম ক্রুজের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধু, তোমার অভিনয়জীবনের এই সাফল্যে তোমাকে অনেক শুভেচ্ছা জানাই।’

অনিল কাপুরের কথায়, ‘তোমার এই প্রাপ্তি বহু অভিনেতার জন্য অনুপ্রেরণা হয়ে আসবে, যারা কিনা সিনেমার জন্য নিজেদের সবটা উজাড় করে দেন।’

উল্লেখ্য, ২০১১ সালে জনপ্রিয় ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল’-এ অনিল কাপুর ও টম ক্রুজ একসঙ্গে অভিনয় করেছিলেন। সেই সিনেমা থেকেই তাদের বন্ধুত্বের শুরু, যা আজও অটুট রয়েছে। টম ক্রুজের এই সম্মাননা প্রাপ্তি তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধনকে আরও একবার সামনে নিয়ে এল।