অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর গত ৬ বছর ধরে (২০২০-২০২৪) লোকসানে রয়েছে। যে লোকসান কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকে কয়েকগুণ বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৭.৭৬) টাকা। এ হিসাবে ২ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির ১ বছরেই নিট লোকসান হয়েছে ১ কোটি ৫৫ লাখ টাকা।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি (৩২.৩৫) টাকা করে মোট ৬ কোটি ৪৭ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর গত ৬ বছর ধরে (২০২০-২০২৪) লোকসানে রয়েছে। যে লোকসান কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকে কয়েকগুণ বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৭.৭৬) টাকা। এ হিসাবে ২ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির ১ বছরেই নিট লোকসান হয়েছে ১ কোটি ৫৫ লাখ টাকা।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি (৩২.৩৫) টাকা করে মোট ৬ কোটি ৪৭ লাখ টাকা, ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি (২৩.৩২) টাকা করে মোট ৪ কোটি ৬৭ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে শেয়ারপ্রতি (৪৩.২৪) টাকা করে মোট ৮ কোটি ৬৫ লাখ টাকা, ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি (২০.৩৩) টাকা করে মোট ৪ কোটি ৭ লাখ টাকা ও ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি (১৯.১৩) টাকা করে মোট ৩ কোটি ৮৩ লাখ টাকা লোকসান হয়েছিল।

রেনউইক যজ্ঞেশ্বর ২০১৯-২০ অর্থবছর থেকে লোকসানে রয়েছে। ওই বছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বা গত ৬ অর্থবছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ২৯ কোটি ২৪ লাখ টাকা।

এমন লোকসানে কোম্পানিটির গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ঋণাত্মক হয়ে গেছে (১০৫.৫৯) টাকা। অর্থাৎ কোম্পানিটি অবসায়নে শেয়ারহোল্ডাররা কোন কিছুই পাবেন না।

উল্লেখ্য, ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রেনউইক যজ্ঞেশ্বরের পরিশোধিত মূলধনের পরিমাণ ২ কোটি টাকা। এরমধ্যে ৪৯ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির রবিবার (২৩ নভেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ৪৯০.০০ টাকায়।