লভ্যাংশ নেবে না ৩৯ কোম্পানির উদ্যোক্তা/পরিচালক
ইব্রাহিম হোসাইন (রেজোয়ান) : ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় ৩৯ কোম্পানির পরিচালনা পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে কিছু কোম্পানির আর্থিক হিসাব অনুযায়ি পরিচালকদের নগদ লভ্যাংশ নেওয়ার সক্ষমতা থাকলেও তারা নেয়নি। অথচ কোম্পানিগুলোতে উদ্যোক্তা/পরিচালকদের বড় বিনিয়োগ রয়েছে। সাধারন বিনিয়োগকারীদের জন্য উদ্যোক্তা/পরিচালকদের এই ছাড় দেওয়াকে ইতিবাচক বলছেন সাধারন বিনিয়োগকারীরা। তবে এর পেছনের প্রকৃত অর্থে কি কারন রয়েছে, তা প্রকাশ না করায় প্রশ্ন থেকে যায়। কারন হিসেবে তাদের দাবি, শেয়ারবাজারে ...
ইব্রাহিম হোসাইন (রেজোয়ান) : ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় ৩৯ কোম্পানির পরিচালনা পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে কিছু কোম্পানির আর্থিক হিসাব অনুযায়ি পরিচালকদের নগদ লভ্যাংশ নেওয়ার সক্ষমতা থাকলেও তারা নেয়নি। অথচ কোম্পানিগুলোতে উদ্যোক্তা/পরিচালকদের বড় বিনিয়োগ রয়েছে।
সাধারন বিনিয়োগকারীদের জন্য উদ্যোক্তা/পরিচালকদের এই ছাড় দেওয়াকে ইতিবাচক বলছেন সাধারন বিনিয়োগকারীরা। তবে এর পেছনের প্রকৃত অর্থে কি কারন রয়েছে, তা প্রকাশ না করায় প্রশ্ন থেকে যায়। কারন হিসেবে তাদের দাবি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকে উদ্যোক্তা/পরিচালকেরা এমনিতেই বিভিন্নভাবে সুবিধা নেন। তারা নিজেদের বাসার জন্য বাজার, কাজের বুয়ার বেতনসহ বিভিন্ন সুবিধা নিয়ে থাকেন। যে কারনে নগদ লভ্যাংশ ছাড় দিতে তাদের খুব একটা অসুবিধা হয় না। যারা একদিক দিয়ে ছাড় দিলেও অন্যদিক দিয়ে ঠিকই আদায় করে নেয়।
দেখা গেছে, গত ২৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সময়ে লভ্যাংশ সংক্রান্ত সভা করা কোম্পানিগুলোর মধ্যে ৩৯টির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বর্তমানে নগদ লভ্যাংশ প্রদানের কড়াকড়ি থাকায় অনেক কোম্পানির জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কৃত্রিম মুনাফা দেখিয়ে বোনাস দেওয়া সম্ভব হলেও নগদের ক্ষেত্রে তা হয় না। যা অনেকের জন্য সমস্যার কারন হয়ে দাঁড়িয়েছে। যে কারনে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেওয়া হচ্ছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন অর্থ বাণিজ্যকে বলেন, সক্ষমতা না থাকায় অনেক কোম্পানির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এটাও করত না, যদি নগদ লভ্যাংশ প্রদানে বাধ্যবাধকতা না থাকত। শুধুমাত্র বোনাস শেয়ার দিয়েই ক্যাটাগরি ধরে রাখার চেষ্টা করত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কোম্পানির সচিব অর্থ বাণিজ্যকে বলেন, অনেকে কোম্পানি কর্তৃপক্ষ শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত। যে কারনে তারা অনেক সময় বাস্তব অবস্থার চেয়ে বেশি করে মুনাফা দেখায়। এর ফলে আর্থিক হিসাব অনুযায়ি সক্ষমতা থাকলেও বাস্তবে না থাকায় সবাইকে নগদ লভ্যাংশ দিতে পারে না। তখন শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের দেয়।
নিম্নে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-
|
কোম্পানির নাম |
লভ্যাংশের হার |
ইপিএস |
|
ওরিয়ন ইনফিউশন |
২০% নগদ |
১.৭১ |
|
সোনালি লাইফ |
১৫% নগদ |
১.৭৩ |
|
নাভানা ফার্মা |
১৪% নগদ |
৪.৫০ |
|
ফাইন ফুডস |
১৪% নগদ |
৪.১৮ |
|
এমকে ফুটওয়্যার |
১২% নগদ |
১.৮৩ |
|
আমান ফিড |
১১.৫০% নগদ |
০.২২ |
|
মীর আক্তার |
১০.৫০% নগদ |
১.৭২ |
|
ক্রাফটসম্যান ফুটওয়্যার |
১০.৫০% নগদ |
১.৫৫ |
|
মালেক স্পিনিং |
১০% নগদ |
৭.৪১ |
|
ডরিন পাওয়ার |
১০% নগদ |
৩.১৯ |
|
এশিয়াটিক ল্যাব |
১০% নগদ |
২.০৯ |
|
এস্কয়ার নিট |
১০% নগদ |
০.৪৪ |
|
আমান কটন |
১০% নগদ |
০.২১ |
|
নাভানা সিএনজি |
১০% নগদ |
০.১০ |
|
আফতাব অটো |
১০% নগদ |
(১.৩৭) |
|
জিকিউ বলপেন |
১০% নগদ |
(১.৮৩) |
|
জেএমআই হসপিটাল |
৫% নগদ |
১.৮৬ |
|
বেঙ্গল উইন্ডোসোর |
৫% নগদ |
০.৫৫ |
|
খুলনা পাওয়ার |
৫% নগদ |
০.২৯ |
|
হাক্কানি পাল্প |
৫% নগদ |
০.০৭ |
|
ন্যাশনাল পলিমার |
৫% নগদ |
০.০৭ |
|
দেশ গার্মেন্টস |
৩% নগদ |
০.৭৩ |
|
মোস্তফা মেটাল |
২% নগদ |
০.৪৫ |
|
ইফাদ অটোস |
২% নগদ |
(০.২৭) |
|
এনার্জিপ্যাক পাওয়ার |
২% নগদ |
(৫.৫০) |
|
ইন্ট্রাকো রিফুয়েলিং |
১.২৫% নগদ |
০.৮৬ |
|
সিলকো ফার্মা |
১.১০% নগদ |
০.৪১ |
|
ফু-ওয়াং সিরামিক |
১% নগদ |
০.১১ |
|
শেফার্ড ইন্ডাস্ট্রিজ |
১% নগদ |
০.০৪ |
|
গোল্ডেন হার্ভেস্ট |
১% নগদ |
(০.২৪) |
|
সী পার্ল |
১% নগদ |
(২.৪৬) |
|
নাহি অ্যালুমিনিয়াম |
১% নগদ |
(৭.১৮) |
|
এডভেন্ড ফার্মা |
০.৫০% নগদ |
০.৭২ |
|
কুইন সাউথ |
০.৫০% নগদ |
০.২০ |
|
ড্রাগণ সোয়েটার |
০.৫০% নগদ |
০.১৪ |
|
লীগাছি ফুটওয়্যার |
০.৫০% নগদ |
০.০৫ |
|
ডমিনেজ |
০.৩৫% নগদ |
০.০৫ |
|
ভিএফএস থ্রেড |
০.২৫% নগদ |
০.০৯ |
|
মুন্নু ফেব্রিক্স |
০.২৫% নগদ |
০.০৪ |
