অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (২৬ নভেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীমের সীমান্ত ব্যাংকের ঋণের আলোকে ‘স্ত্রী সন্তানসহ লাভেলো আইসক্রীমের এমডি একরামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে গণমাধ্যমে। এ নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

প্রকাশিত সংবাদের বিষয়ে লাভেলো আইসক্রীমের এমডি মোঃ একরামুল হক জানান, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীম পিএলসি ব্যবসার প্রয়োজনে সীমান্ত ব্যাংক থেকে ঋণ সুবিধা গ্রহণ করে। তবে বিগত ফ্যাসিস্ট সরকারের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (২৬ নভেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীমের সীমান্ত ব্যাংকের ঋণের আলোকে ‘স্ত্রী সন্তানসহ লাভেলো আইসক্রীমের এমডি একরামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে গণমাধ্যমে। এ নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

প্রকাশিত সংবাদের বিষয়ে লাভেলো আইসক্রীমের এমডি মোঃ একরামুল হক জানান, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীম পিএলসি ব্যবসার প্রয়োজনে সীমান্ত ব্যাংক থেকে ঋণ সুবিধা গ্রহণ করে। তবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশেষভাবে ২০২৩ সালের পর থেকে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ার কারণে ব্যবসায় চরম মন্দা সত্ত্বেও তার কোম্পানী সীমান্ত ব্যাংকে নিয়মিতভাবে ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত রাখে। তবে জুলাই’২৪ গণ অভ্যুত্থানের পরে অন্য সবার ন্যায় লাভেলো আইসক্রীমের ব্যবসায়ও প্রতিকূল পরিস্থিতি তৈরী হয়। যাতে নিয়মিত ঋণ পরিশোধ ব্যহত হয় এবং এর ফলশ্রুতিতে গত এপ্রিলে সীমান্ত ব্যাংক কোম্পানীর ঋণ হিসাব খেলাপি করে।

তিনি জানান, হাইকোর্টের আদেশে সকল ঋণ হিসাব এখন নিয়মিত রয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গত ১৬ সেপ্টেম্বরের ০৭ নং বিআরপিডি সার্কুলারের আলোকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত গাইডলাইন অনুসারে সকল ঋণ হিসাব রিসিডিউল করার লক্ষ্যে সীমান্ত ব্যাংকে ৩% ডাউন পেমেন্ট বাবদ ৪ কোটি ১০ লাখ টাকা জমা প্রদান করা হয়েছে। কিন্ত ব্যাংক ঋণ হিসাব রিসিডিউল না করার জন্য লাভেলো আইসক্রীম হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেছে। যা বিচারাধীন আছে এবং হাইকোর্ট কর্তৃক সীমান্ত ব্যাংক পিএলসি-এর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ওপর বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। যা এখনও অপেক্ষমান।