লুজারে লিজিং কোম্পানির দাপট
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে লিজিং কোম্পানির দাপট দেখা গেছে। এদিন পতনে শীর্ষ দশে থাকা ১০টির মধ্যে ৮টি বা ৮০ শতাংশই ছিল লিজিং কোম্পানি।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সর্বোচ্চ দর কমেছে অস্তিত্ব ঝুঁকিতে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর। কোম্পানিটির শেয়ার দর ১০.০০ শতাংশ কমার মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে লিজিং কোম্পানির দাপট দেখা গেছে। এদিন পতনে শীর্ষ দশে থাকা ১০টির মধ্যে ৮টি বা ৮০ শতাংশই ছিল লিজিং কোম্পানি।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সর্বোচ্চ দর কমেছে অস্তিত্ব ঝুঁকিতে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর। কোম্পানিটির শেয়ার দর ১০.০০ শতাংশ কমার মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্সের ১০.০০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯.০৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮.৩৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৮ শতাংশ, বিআইএফসির ৬.৯০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৬.৬৭ শতাংশ, আইসিবি ৩য় এনআরবি ফান্ডের ৪.৭৬ শতাংশ ও সাইফ পাওয়ারটেকের ৩.৫৭ শতাংশ শেয়ার দর কমেছে।
