‘পোশাক নয়, মন মানসিকতার দোষ দিন’
বিনোদন ডেস্ক : জনপরিসরে নারীদের হয়রানি ও কটাক্ষের শিকার হওয়া নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি দৃঢ়ভাবে বলেছেন, নারী হেনস্তার জন্য কখনোই তাদের পোশাক বা সাজসজ্জাকে দায়ী করা উচিত নয়। বরং নারীদের আত্মবিশ্বাসী হয়ে মাথা উঁচু করে চলার এবং প্রয়োজনে নিজের জন্য লড়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনী দূত হিসেবে এক অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বরিয়া। সেখানে তাকে প্রশ্ন করা হয়, রাস্তাঘাটে ...
বিনোদন ডেস্ক : জনপরিসরে নারীদের হয়রানি ও কটাক্ষের শিকার হওয়া নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি দৃঢ়ভাবে বলেছেন, নারী হেনস্তার জন্য কখনোই তাদের পোশাক বা সাজসজ্জাকে দায়ী করা উচিত নয়। বরং নারীদের আত্মবিশ্বাসী হয়ে মাথা উঁচু করে চলার এবং প্রয়োজনে নিজের জন্য লড়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনী দূত হিসেবে এক অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বরিয়া। সেখানে তাকে প্রশ্ন করা হয়, রাস্তাঘাটে নারীরা কীভাবে হয়রানি মোকাবিলা করবেন?
সঙ্গে সঙ্গেই ঐশ্বরিয়া পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘অপর প্রান্তের মানুষটির চোখের দিকে না তাকালেই পার পেয়ে যাবেন ভাবছেন? তাহলে বলি, একদম নয়। মোকাবিলা করতে হেনস্তাকারীর চোখের দিকে সোজাসুজি তাকাতে শিখুন। মাথা উঁচু করে হাঁটুন।’
নারী হয়রানি মোকাবিলায় ঐশ্বরিয়া আত্মবিশ্বাসের ওপর জোর দিয়ে বলেন, “নারীদের ভাবতে শেখা উচিত- ‘আমার শরীর, আমার সম্পদ।’ নিজের মূল্য নিয়ে কখনোই আপস করবেন না বা দ্বিধা-দ্বন্দ্বে ভুগবেন না। আত্মবিশ্বাস ধরে রাখুন এবং প্রয়োজনে নিজের জন্য নিজে উঠে দাঁড়ান ও লড়ুন।”
তিনি আরও যোগ করেন, ‘কিন্তু কখনও নিজের সাজপোশাক বা লিপস্টিকের রঙকে দোষ দেবেন না। মনে রাখবেন, রাস্তাঘাটে হেনস্তার শিকার হলে সেটা কখনোই আপনার দোষ নয়।’
