শেয়ারবাজারে বড় পতন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দিনের ন্যায় সোমবারও (০১ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন হয়েছে। এছাড়া কমেছে লেনদেনের পরিমাণ।
গত ১৫ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দিনের ন্যায় সোমবারও (০১ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন হয়েছে। এছাড়া কমেছে লেনদেনের পরিমাণ।
গত ১৫ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।
শেয়ারবাজারের স্বার্থে বিনিয়োগকারীরা মাকসুদের অপসারণ চান। যার অপসারণেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিনিয়োগকারীদের। কারন মাকসুদ শেয়ারবাজার বুঝেন না। এটা শুধু সাধারন বিনিয়োগকারীদের কথা না। এই কথা এখন বিএসইসির সাবেক স্বনামধন্য চেয়ারম্যানসহ স্টেকহোল্ডারদের। তাই মাকসুদের অপসারন করা উচিত।
সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৯১৪ পয়েন্টে। যা আগেরদিন ৪৯ পযেন্ট কমেছিল।
এদিন ডিএসইতে ৪১৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪৯২ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৭৬ কোটি ৬৫ লাখ টাকা বা ১৬ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৮ টি বা ৯.৭৯ শতাংশের। আর দর কমেছে ৩২২ টি বা ৮২.৯৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৮ টি বা ৭.২২ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০ টির, কমেছে ১৩১ টির এবং পরিবর্তন হয়নি ১১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮৫৩ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমেছিল।
