বিনিয়োগকারীরা হারালো ৭ হাজার ৩৭১ কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৭ হাজার ৩৭১ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ২২ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৭ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৭ হাজার ৩৭১ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ২২ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৭ হাজার ৩৭১ কোটি টাকা বা ১ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৫৭ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬২৫ কোটি ৫৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৬৮ কোটি ২৭ লাখ টাকার বা ২২ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪২ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮৮৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩২ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০২৫ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৩ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৫ টির বা ১১.৭৪ শতাংশের, কমেছে ৩২৫ টির বা ৮৪.৮৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির বা ৩.৩৯ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭৪ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯০ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৭৪৭পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৮৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৯ টির দর বেড়েছে, ২০০ টির দর কমেছে এবং ১৭ টির দর অপরিবর্তিত রয়েছে।
