মুনাফার ৭৫ শতাংশই রেখে দেবে পেপার প্রসেসিং

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৭৫ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পেপার প্রসেসিংয়ের ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৪.৭১ টাকা হিসেবে ৪ কোটি ৯২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১২% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.২০ টাকা করে মোট ১ কোটি ২৫ লাখ টাকা বা মুনাফার ২৫% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৩ কোটি ৬৭ লাখ টাকা বা ৭৫% কোম্পানিতে রেখে ...
শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৭৫ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পেপার প্রসেসিংয়ের ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৪.৭১ টাকা হিসেবে ৪ কোটি ৯২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১২% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.২০ টাকা করে মোট ১ কোটি ২৫ লাখ টাকা বা মুনাফার ২৫% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৩ কোটি ৬৭ লাখ টাকা বা ৭৫% কোম্পানিতে রেখে দেওয়া হবে। এরমধ্যে মধ্য থেকে ৮% বোনাস শেয়ার হিসাবে ৮৪ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং ২ কোটি ৮৩ লাখ টাকা রিজার্ভে রাখা হবে।
এর আগের বছর পেপার প্রসেসিংয়ের পর্ষদ ৪ কোটি ৮২ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৪.৬২ টাকা মুনাফার বিপরীতে ৮ শতাংশ হিসেবে ৮৪ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করছিল। ওই বছর মুনাফার ১৭% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হয়েছিল। ওই বছরের ব্যবসায়ও কোম্পানিটির পর্ষদ বোনাস শেয়ার দিতে চেয়েছিল, তবে কমিশন তা প্রত্যাক্ষাণ করে।
এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২% মুনাফা বেড়েছে। এ কোম্পানিটির আগের বছরের ৪.৬২ টাকার ইপিএস বেড়ে ২০২২-২৩ অর্থবছরে হয়েছে ৪.৭১ টাকা।
উল্লেখ্য, ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া পেপার প্রসেসিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০ কোটি ৪৫ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ৮ নভেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ২২২.৫০ টাকায়।