৫৫ শতাংশ কোম্পানির ব্যবসায় পতন, লোকসানে ১৯%

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২৩) আর্থিক হিসাব প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশের ব্যবসায় পতন হয়েছে। এছাড়া ১৯ শতাংশ কোম্পানির লোকসান হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন আর্থিক হিসাব প্রকাশ করা ৩১টি কোম্পানির মধ্যে ১২টির বা ৩৮.৭১ শতাংশ কোম্পানির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে (এরমধ্যে ২টি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরেছে)। এছাড়া ১৭টি বা ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২৩) আর্থিক হিসাব প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশের ব্যবসায় পতন হয়েছে। এছাড়া ১৯ শতাংশ কোম্পানির লোকসান হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন আর্থিক হিসাব প্রকাশ করা ৩১টি কোম্পানির মধ্যে ১১টির বা ৩৫.৪৮ শতাংশ কোম্পানির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে (এরমধ্যে ২টি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরেছে)। এছাড়া ১৭টি বা ৫৪.৮৪ শতাংশ কোম্পানির মুনাফা কমেছে (এরমধ্যে ৪টি মুনাফা থেকে লোকসানে নেমেছে), ১টি বা ৩.২৩ শতাংশ কোম্পানির লোকসান বেড়েছে, ১টি ৩.২৩ শতাংশ কোম্পানির লোকসান কমেছে ও ১টি বা ৩.২৩ শতাংশ কোম্পানির ইপিএস অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন...অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে অ্যাগ্রো অর্গানিকার কোটি কোটি টাকার ভূয়া প্লেসমেন্ট শেয়ার
ওই ৩১টি কোম্পানির মধ্যে ৬টি বা ১৯.৩৫ শতাংশ কোম্পানির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ব্যবসায় লোকসান হয়েছে।
নিম্নে কোম্পানিগুলোর প্রথম প্রান্তিকের ব্যবসার শেয়ারপ্রতি মুনাফা/লোকসান ও উত্থান-পতনের তথ্য তুলে ধরা হল-