অবশেষে শেয়ারবাজারের স্বার্থে এবং বিতর্কের মুখে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) তুলে  দিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা আগামি সপ্তাহের শুরুতেই বা রবিবার থেকে কার্যকর। এক্ষেত্রে ৩৫টি ছাড়া বাকিগুলোর উপর থেকে ফ্লোর তুলে দেওয়া হয়েছে।

অবশেষে শেয়ারবাজারের স্বার্থে এবং বিতর্কের মুখে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) তুলে দিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা আগামি সপ্তাহের শুরুতেই বা রবিবার থেকে কার্যকর। এক্ষেত্রে ৩৫টি ছাড়া বাকিগুলোর উপর থেকে ফ্লোর তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন.....

সাড়ে ৩ বছরেই ভেঙ্গে পড়েছে শিবলী কমিশনের আইপিওর কোম্পানিগুলো

যেগুলোর উপর ফ্লোর প্রাইস থাকবে

শেয়ারবাজারে লাগাতার পতন ঠেকাতে না পেরে, গত চার বছরে কয়েক দফায় শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

প্রথমবার ২০২০ সালে মার্চে ফ্লোর প্রাইস আরোপ করলেও তুলে নেওয়া হয় ২০২১ সালের জুলাইয়ে। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২২ সালের জুলাইয়ে আবারও ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। এ পর্যায়ে শেয়ার লেনদেন ব্যাপক কমে গেলে সমালোচনায় পড়ে নিয়ন্ত্রক সংস্থা।

সম্প্রতি ফ্লোর প্রাইস নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। যার আলোকে আগামি রবিবার থেকে এই ফ্লোর প্রাইস তুলে দিল কমিশন।