অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের ধারাবাহিকতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতামতকে উপেক্ষা করে ২ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১৮ সেপ্টেম্বর) ৯২১তম নিয়মিত কমিশন সভায় এই নিয়োগ দেওয়া হয়েছে।

বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদে ৭ জন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ প্রদান করা হয়। ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের ধারাবাহিকতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতামতকে উপেক্ষা করে ২ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১৮ সেপ্টেম্বর) ৯২১তম নিয়মিত কমিশন সভায় এই নিয়োগ দেওয়া হয়েছে।

বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদে ৭ জন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ প্রদান করা হয়। এরমধ্যে মাজেদুর রহমান ও হেলাল উদ্দিন দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তাদের জায়গায় হুদা ভার্সী চোধুরী অ্যান্ড কোম্পানীর সিনিয়র পার্টনার এ এফ নেসারউদ্দিন ও জেড এন কনসালট্যান্ট এর চীফ কনসালট্যান্ট ও সিইও সৈয়দা জাকেরিন বখ্ত নাসিরকে নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুন....

ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়যন্ত্রকারী নাহিদ

ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন মাজেদুর রহমান

পরিচালক নিয়োগে জটিলতা : নির্দেশনা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে বিএসইসির চিঠি

এবার হেলাল উদ্দিনকে ডিএসইর স্বাধীন পরিচালক নিয়োগ নিয়ে বিতর্ক

স্বাধীন পরিচালক নিয়োগে ডিমিউচ্যুয়ালাইজেশন আইন পরিপালনের আহ্বান

ডিএসইতে বিএসইসির এককভাবে স্বাধীন পরিচালক চাপিয়ে দেয়া নজিরবিহীন

ডিএসইতে স্বাধীন পরিচালক নিয়োগে আইনের পরিপালন নিয়ে বিতর্ক

স্বাধীন পরিচালক নিয়োগে স্বাধীনতা নেই ডিএসইর