অর্থ বাণিজ্য প্রতিবেদক : যোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ খন্দকার রাশেদ মাকসুদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর থেকেই শেয়ারবাজার অব্যাহত পতনে রয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে। এই ভয়াবহ মন্দার মধ্যে ৬টি ব্রোকারেজ হাউজের মালিক দুনিয়া ত্যাগ করেছেন।

জানা গেছে, সম্প্রতি অ্যাসেঞ্জ সিকিউরিটিজের লাইনুন নাহার ইকরাম, এপেক্স ইনভেস্টমেন্টের সৈয়দ মঞ্জুর এলাহী, এশিয়া সিকিউরিটিজের মাসুদ উর ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : যোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ খন্দকার রাশেদ মাকসুদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর থেকেই শেয়ারবাজার অব্যাহত পতনে রয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে। এই ভয়াবহ মন্দার মধ্যে ৬টি ব্রোকারেজ হাউজের মালিক দুনিয়া ত্যাগ করেছেন।

জানা গেছে, সম্প্রতি অ্যাসেঞ্জ সিকিউরিটিজের লাইনুন নাহার ইকরাম, এপেক্স ইনভেস্টমেন্টের সৈয়দ মঞ্জুর এলাহী, এশিয়া সিকিউরিটিজের মাসুদ উর রহমান, ফরচুন সিকিউরিটিজের যুবায়েদ আহমেদ আদিল, শার্প সিকিউরিটিজের গোলাম মোস্তফা ও সালাম অ্যান্ড কোম্পানির মো. আব্দুস সালাম দুনিয়ার মায়া ত্যাগ করেছেন।

এ বিষয়ে ডিএসইর সিনিয়র এক সদস্য অর্থ বাণিজ্যকে বলেন, শেয়ারবাজারের করুণ অবস্থায় ব্রোকারেজ হাউজগুলোর অবস্থা খুবই ভয়াবহ। এতে করে অসংখ্য ব্রোকার মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। কিন্তু এসব নিয়ে সাধারন বিনিয়োগকারীদের মতো রাস্তায় নেমে বলতে পারছে না সরকার। অনেকেই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। এখন ওইসব ব্রোকারদের মধ্যে কেউ যে শেয়ারবাজারের কালজয়ী ভয়াবহ খারাপ অবস্থার কারনে পৃথিবীর মায়া ত্যাগ করেনি, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে শেয়ারবাজারের যে অবস্থা, তা সইতে না পেরে পৃথিবী ছেড়ে যাওয়ার মতো অবস্থা আরও আগেই তৈরী হয়েছে।

আরও পড়ুন....

মাকসুদ কমিশনের সাড়ে ৮ মাসে বিনিয়োগকারীরা হারিয়েছে ১.০৯ লাখ কোটি টাকা

দেখা গেছে, গত বৃহস্পতিবারের (১৫ মে) পতনে ডিএসইএক্স সূচকটি ২০২০ সালের ২৫ আগস্টের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে যায়। যা পৃথিবীব্যাপি ছড়িয়ে পড়া করোনাকালীন মহামারির সময়ে নিয়ে যায়। অথচ বিশ্বের অন্যসব দেশের শেয়ারবাজারে এসময় এগিয়েছে। আর বাংলাদেশের শেয়ারবাজার করোনাকালীন অবস্থায় ফিরে গেছে। বৃহস্পতিবার ডিএসইর ডিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট কমে নেমে যায় ৪৭৮১ পয়েন্টে।