ঝুঁকিতে ফারইস্ট ফাইন্যান্সের ৩৫১ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬৪ কোটি টাকা পরিশোধিত মূলধনের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে ধংস হয়ে যাওয়া ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিতে এফডিআর করা ৪৮ কোটি ১৭ লাখ টাকা এবং সহযোগি ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডে ঋণ দেওয়া ৩০২ কোটি আদায় নিয়ে উচ্চ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, ফারইস্ট ফাইন্যান্স ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬৪ কোটি টাকা পরিশোধিত মূলধনের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে ধংস হয়ে যাওয়া ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিতে এফডিআর করা ৪৮ কোটি ১৭ লাখ টাকা এবং সহযোগি ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডে ঋণ দেওয়া ৩০২ কোটি আদায় নিয়ে উচ্চ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, ফারইস্ট ফাইন্যান্স থেকে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিতে ৪৮ কোটি ১৭ লাখ টাকা বিনিয়োগ বা এফডিআর করা হয়েছে। যা কোম্পানিটির মোট বিনিয়োগের ৫৭.০৯ শতাংশ। অথচ কোম্পানিগুলোর অবস্থা খুবই শোচণীয়।
ফারইস্ট ফাইন্যান্স থেকে পিপলস লিজিংয়ে ৩৪ কোটি ৫৬ লাখ টাকা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিতে ১০ কোটি ও ফাস ফাইন্যান্সে ৩ কোটি ৬১ লাখ টাকা এফডিআর করেছে। যে কোম্পানিগুলোর ব্যবসা টিকিয়ে রাখার শঙ্কায় রয়েছে।
এরইমধ্যে ওই বিনিয়োগের বিপরীতে ফাস ফাইন্যান্স ও পিপলস লিজিং থেকে সুদ প্রদান বন্ধ হয়ে গেছে। এতে করে প্রতিষ্ঠান দুটিতে ফারইস্ট ফাইন্যান্সের বিনিয়োগ খুবই ঝুঁকিতে পড়েছে। যা আদায় নিয়ে শঙ্কা। যদিও ফারইস্ট কর্তৃপক্ষ পুরো অর্থই সঞ্চিতি গঠন করেছে।
আরও পড়ুন.....
সেন্ট্রাল ইন্স্যুরেন্সে ৪৩.২৫ কোটি টাকার হিসাবে গরমিল
ফারইস্ট ফাইন্যান্স থেকে সহযোগি বা এসোসিয়েটেড কোম্পানি ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডসে ৩০২ কোটি ৪৮ লাখ টাকার ঋণ দেওয়া হয়েছে। যে ঋণের বিপরীতে কোন জামানত নেওয়া হয়নি। এছাড়া ফারইস্ট স্টকসের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ওই ঋণ আদায় নিয়ে উচ্চ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফারইস্ট ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬৪ কোটি ৬ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬০.২৬ শতাংশ। কোম্পানিটির বুধবার (২১ মে) শেয়ার দর দাঁড়িয়েছে ৪.১০ টাকায়।