ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে ৪৩.২৫ কোটি টাকা গরমিল

২০২৫ মে ২১ ০৯:০৭:১৫
সেন্ট্রাল ইন্স্যুরেন্সে ৪৩.২৫ কোটি টাকা গরমিল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আর্থিক হিসাবে দেখানো ৪৩ কোটি ২৫ লাখ টাকার হিসাবের সত্যতা পায়নি নিরীক্ষক। যে কোম্পানিটিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা, ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, শ্রম আইন লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে।

কোম্পানিটির ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আর্থিক হিসাবের নোট ৮-এ ৩০ কোটি ৬১ লাখ টাকা এবং নোট ১৫-তে ১২ কোটি ৬৪ লাখ টাকা বীমা ব্যবসায় অন্যান্য ব্যক্তি বা সংস্থার কাছ থেকে পাওনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই ৪৩ কোটি ২৫ লাখ টাকা পাওনা অর্থ অমীমাংসিত ও অনিশ্চিত বলে জানিয়েছেন নিরীক্ষক।

এই বীমা কোম্পানিটির ‘সেন্ট্রাল ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট লিমিটেড’ নামের একটি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। তারপরেও সেন্ট্রাল ইন্স্যুরেন্স সমন্বিত বা কনসোলিডেটেড আর্থিক হিসাব প্রণয়ন না করে ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস)-১০ লঙ্ঘন করেছে।

নিরীক্ষক জানিয়েছেন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ বিএসইসির ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড সংক্রান্ত আইন অমান্য করেছে। এ কোম্পানিটির গ্র্যাচুইটি ফান্ড এনবিআর স্বীকৃত না। এছাড়া ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করে না।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৩ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে ৬১.২১ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির মঙ্গলবার (২০ মে) শেয়ার দর দাঁড়িয়েছে ২৮.০০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে