ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

শেয়ারবাজারে দর সংশোধন

২০২৫ জুলাই ২৮ ১৫:০০:৫৪
শেয়ারবাজারে দর সংশোধন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করেছে। যাতে শেয়ারবাজার কিছুদিন যাবত ইতিবাচক ধারায় রয়েছে। তবে ৮ কার্যদিবসের টানা উত্থানের পরে রবিবার ও সোমবার বিনিয়োগকারীরা মুনাফা গ্রহণ করেছে। তাই এদিন কিছুটা দর সংশোধন বা কারেকশন হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৩২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩৭ পয়েন্ট।

এর আগের ৮ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ২৮ পয়েন্ট, বুধবার ৯৩ পয়েন্ট, মঙ্গলবার ৫১ পয়েন্ট, সোমবার ২৬ পয়েন্ট, রবিবার ৬২ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার ০.৩৭ পয়েন্ট বেড়েছিল। এই ৮ কার্যদিবসে মোট ডিএসইএক্স বাড়ে ৩৩১ পয়েন্ট।

আজ ডিএসইতে ৮০৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৬৫ কোটি ৪ লাখ টাকা। এ হিসেবে আজ লেনদেন কমেছে ৫৯ কোটি ৬৪ লাখ টাকার বা ৭ শতাংশ।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৯ টি বা ২৯.৯৭ শতাংশের। আর দর কমেছে ২৩০ টি বা ৫৭.৯৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮ টি বা ১২.০৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭ টির, কমেছে ১০৭ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৯২৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে