ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

এবার টানা ৩ কার্যদিবস শেয়ারবাজারে পতন

২০২৫ জুলাই ২৯ ১৪:৪৫:৪২
এবার টানা ৩ কার্যদিবস শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করায় শেয়ারবাজারে টানা ৮ কার্যদিবস (১৫-২৪ জুলাই) উত্থান হয়। তবে সেখান থেকে কিছুটা হতাশ করেছে বাজার। ওই উত্থানের পরে ৩ কার্যদিবস ধরে পতনে রয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৯৮ পয়েন্টে। যা সোমবার ২৩ পয়েন্ট ও রবিবার ৩৭ পয়েন্ট কমেছে।

এর আগের ৮ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ২৮ পয়েন্ট, বুধবার ৯৩ পয়েন্ট, মঙ্গলবার ৫১ পয়েন্ট, সোমবার ২৬ পয়েন্ট, রবিবার ৬২ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার ০.৩৭ পয়েন্ট বেড়েছিল। এই ৮ কার্যদিবসে মোট ডিএসইএক্স বাড়ে ৩৩১ পয়েন্ট।

আজ ডিএসইতে ৭১৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮০৫ কোটি ৪০ লাখ টাকা। এ হিসেবে আজ লেনদেন কমেছে ৮৮ কোটি ৮ লাখ টাকার বা ১১ শতাংশ।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮২ টি বা ২০.৭১ শতাংশের। আর দর কমেছে ২৫০ টি বা ৬৩.১৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬.১৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৩ টির, কমেছে ১৪৯ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৮৩৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে